Select Page

‘হ্যালো মাসুদ রানা’, ট্রেলার প্রকাশ

‘হ্যালো মাসুদ রানা’, ট্রেলার প্রকাশ

প্রায় পাঁচ দশক পর সিনেমার পর্দায় কাজী আনোয়ার হোসেনের স্পাই চরিত্র ‘মাসুদ রানা’র পদার্পণ ঘটছে। ‘এমআর নাইন: ডু অর ডাই’ নামের সেই সিনেমার ট্রেলার বলে দিল আন্তর্জাতিক এই নায়কের যথাযথ কামব্যাক হচ্ছে।

সোহেল রানা পরিচালিত ও অভিনীত ‘মাসুদ রানা’ মুক্তি পায় ১৯৭৪ সালে, যার সঙ্গে জড়িত ছিলেন এর স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। আর নতুন ছবিটি তার মৃত্যুর এক বছর পর মুক্তি পেতে যাচ্ছে।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) রাত আটটায় ‘ডু অর ডাই’-এর ট্রেলার প্রকাশ হয়েছে। হলিউড ও বলিউডের বেশ কয়েক কিছু অভিনেতার সমাবেশ ঘটেছে এ সিনেমায়। হাই-অকটেন অ্যাকশনের আভাস দিলেও মিউজিক একটা অন্যরকমই ঠেকে। সম্ভবত এখানে পরিচালক আসিফ আকবর নিরীক্ষার চেষ্টা করেছেন। তবে বিদেশী অভিনেতাদের তাদের চরিত্রে যথাযথ মনে হলেও দেশি অভিনেতাদের অভিব্যক্তি ততটা জমেনি।

তবে মূল চরিত্রে এবিএম সুমন যথেষ্ট আকর্ষণীয়ভাবে এসেছেন। তাকে অনেকটাই জেমস বন্ডের আদলে সাজানো হয়েছে। আধুনিক ডিভাইসে সজ্জিত বাংলাদেশী এই স্পাইকে দুর্ধর্ষ কিছু চেজিং দৃশ্যে দেখা যাবে।

আগামী ২৫ আগস্ট উত্তর আমেরিকার সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে ‘ডু অর ডাই’।

‘এমআর নাইন’-এর সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইন ব্রাভো এন্টারটেইনমেন্ট। আছে জাজ মাল্টিমিডিয়া। দ্বিভাষী এই ছবির নাম ভূমিকায় আছেন এবিএম সুমন। অন্যান্য চরিত্র আছেন ঢাকার আনিসুর রহমান মিলন, মুম্বাইয়ের সাক্ষী, ওমি বৈদ্য, যুক্তরাষ্ট্রের মাইকেল জাই হোয়াইট, ফ্রেঙ্গগ্রিলো, লুইস ট্যান্টসহ অনেকে।

একাধিক দেশে চিত্রায়িত ‘এমআর নাইন’-এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। পরিচালনায় আছেন আসিফ আকবর।


মন্তব্য করুন