হুমায়ূন বলেছিলেন, ‘বানাবে না?’, সেই ছবি বানাচ্ছেন অমিতাভ
প্রথম ছবি ‘আয়নাবাজি’ ঢালিউডে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে, কিছুদিন আগে প্রকাশ হওয়া দ্বিতীয় ছবি ‘রিকশা গার্ল’-এর টিজার রয়েছে আলোচনায়। এবার এলো অমিতাভ রেজার তৃতীয় ছবির ঘোষণা।
সেই ঘোষণা এসেছে একাধিক চমক নিয়ে। প্রথম অবশ্যই সরকারি অনুদান ২০২০-২১ লাভ, দ্বিতীয়টি অর্থাৎ, সবচেয়ে বড় চমক হুমায়ূন আহমেদের অন্যতম উপন্যাস ‘পেন্সিলে আঁকা পরী’ নিয়ে একই নামের সিনেমাটি নির্মাণ করছেন অমিতাভ।
অনুদানের প্রজ্ঞাপন থেকে জানা যায়, ‘পেন্সিলে আঁকা পরী’ পাচ্ছে ৬০ লাখ টাকা। প্রযোজক অমিতাভ রেজা চৌধুরী, মাহজাবিন রেজা চৌধুরী ও আসাদুজ্জামান।
এ ছবি নিয়ে প্রথম আলোকে অমিতাভ বলেন, “হুমায়ূন আহমেদ বেঁচে থাকতে গল্পটা চেয়ে নিয়েছিলাম। ক্যানসার ধরা পড়ার পর সিঙ্গাপুরে যাওয়ার পথে ফ্লাইটেও স্যার আমাকে এই ছবির কথা জিজ্ঞেস করেছিলেন। বলেছিলেন, ছবিটা বানাবে না? তাড়াতাড়ি বানায়ে ফেলো।”
অবশেষে সেই ছবিটি অনুদান পেল। কেমন লাগছে? তিনি বলেন, “অনুদান তো একটা প্রণোদনামাত্র। ছবি বানাতে অনেক টাকা লাগবে। এবার আমি যতটা নিজের ছবির জন্য খুশি, তার চেয়ে অনেক বেশি খুশি, এ বছর ২০টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে বলে। বন্ধুবান্ধব, আশপাশের এত মানুষের ছবি আছে এবং আমরা সবাই মিলে আগামী বছর ছবি বানাব—এটা অসাধারণ অনুভূতি।”
এই ছবিটির চিত্রনাট্যও আগে আরেকবার জমা দেওয়া হয়েছিল।
নিজের উপন্যাস ও গল্প অবলম্বনে বেশ কিছু নাটক-সিনেমা বানিয়েছেন হুমায়ূন আহমেদ। এর বাইরে তৌকীর আহমেদ, আবু সাইয়ীদ, মোরশেদুল ইসলাম, মেহের আফরোজ শাওন ও অনম বিশ্বাস নির্মাণ করেছেন সিনেমা।