Select Page

সিনেমার জন্য একসঙ্গে জয়া-সুমন

সিনেমার জন্য একসঙ্গে জয়া-সুমন

‘তারপর ও আঙুরলতা নন্দকে ভালোবাসে’, ‘ফেরার কোন পথ নেই, থাকে না কোন কালে’, ‘তারপর পারুলের দিন, ‘শহরতলীর আলো’, ‘কফি হাউজ’— আলোচিত এই সব নাটকে নির্মাতা-অভিনেত্রী জুটি হিসেবে দর্শক পেয়েছিল মেজবাউর রহমান সুমন ও জয়া আহসানকে।

টিভি পর্দায় এ জুটির চাহিদা বরাবরই তুঙ্গে হলেও জয়া অনেকদিন নাটক থেকে দূরে, আর সুমনের ব্যস্ততা বিজ্ঞাপন নিয়ে। গত বছর প্রথম ছবি ‘হাওয়া’ শেষ করলেও সেখানে নেই জয়া।

তবে একটা ‘কিন্তু’ দিয়ে সুখবর মিলল মঙ্গলবার। এ দিন সরকারি অনুদানে নাম আসে ‘রইদ’ সিনেমার। যার প্রযোজক জয়া আহসান, আর পরিচালক মেজবাউর রহমান সুমন।

এর আগে সরকারি অনুদানে ‘দেবী’র সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে অভিষেক হয় জয়ার। সেখানে তিনি অভিনয় করে জেতেন পুরস্কারও। এবারের ছবিতেও জয়া থাকছেন— এমনটাই ভাবছেন ভক্তরা। যদিও এ নিয়ে তারা এখনো মন্তব্য করেননি।

‘রইদ’-এর জন্য সরকারের কাছ থেকে প্রযোজক জয়া পাচ্ছেন ৬০ লাখ টাকা।

এ বিষয়ে প্রথম আলোকে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য প্রযোজক। ভিন্নধারার চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করতে এই অঙ্কের টাকা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকেও পাওয়া যায় না। তাই এমন অনুদান বিকল্প চিন্তার চলচ্চিত্রপ্রেমীদের উৎসাহ ও অনুপ্রেরণার।’


মন্তব্য করুন