Select Page

১১ লাখ ছাড়িয়ে ‘অনেক সাধনার পরে’

১১ লাখ ছাড়িয়ে ‘অনেক সাধনার পরে’

nioty-shuvo-joly

কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে। এবার পুরনো গানের ক্ষেত্রে তাই হলো। দুই সপ্তাহে ১১ লাখ ভিউ ছাড়িয়ে গেল ‘অনেক সাধনার পরে’র।

নিয়তি’ সিনেমার গানটি প্রকাশ হয় ৬ জুন। কলকাতার স্যাভির নতুন সঙ্গীতায়োজনে কণ্ঠ দিয়েছেন ঢাকার ন্যানসি ও ইমরান। শিল্পী নির্বাচন ও গায়কী নিয়ে ছোটখাট আপত্তি উঠলেও ‘অনেক সাধনার পরে’ জনপ্রিয়তা পেয়েছে তার প্রমাণ ইউটিউব পরিসংখ্যান।

‘অনেক সাধনার পরে’ মূল গানটি স্থান পেয়েছিল ১৯৯৯ সালে মুক্তি পাওয়া মহাম্মদ হান্নানের ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রে। কণ্ঠ দিয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। অভিনয় করেছিলেন শাবনূর-রিয়াজ। গানের কথার পাশাপাশি মূল সুর ও সঙ্গীতায়োজন করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল

গানটির জনপ্রিয়তা আবারো বাংলাদেশের মৌলিক সৃষ্টির জনপ্রিয়তা প্রমাণ করল।

জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘নিয়তি’তে অভিনয় করেছেন আরিফিন শুভজলি। দুই ঈদের মাঝে বাংলাদেশে মুক্তি পাবে। ইতোমধ্যে কলকাতায় মুক্তি পেলেও সিনেমাটির গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্ট তথ্য পাওয়া যায়নি।

‘নিয়তি’ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।


মন্তব্য করুন