Select Page

১২ অক্টোবর চারটি ছবি মুক্তি পাবে?

১২ অক্টোবর চারটি ছবি মুক্তি পাবে?

গত পাঁচ বছরে ঈদ ছাড়া এক দিনে চারটি ছবি মুক্তি পাওয়ার নজির নেই। দিন দিন কমছে হলের সংখ্যা। তাই প্রযোজকরা নিজেদের সর্বোচ্চ ব্যবসা করার জন্য সপ্তাহে একটি, বড়জোর দুটি ছবি মুক্তি দেন। তা-ও কোনো প্রতিযোগিতা নয়, নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমেই ছবিগুলো মুক্তি পায়। তবে এবার যেন প্রযোজক-পরিচালকদের মধ্যে অসম এক প্রতিযোগিতা তৈরি হতে যাচ্ছে।

কালের কণ্ঠ জানায়, দুর্গাপূজা সামনে রেখে ১২ অক্টোবর একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে মিনহাজুল ইসলাম অভির ‘মেঘকন্যা’, ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’, সাখাওয়াত হোসেনের ‘আসমানী’ এবং রাজা চন্দর ‘বেপরোয়া’। অবশ্য ‘বেপরোয়া’র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সরাসরি ঘোষণা না দিলেও বাকি তিন ছবির প্রযোজকরা মনে করছেন, ছবিটি ওই দিনই মুক্তি পাবে। অবশ্য ঈদুল আজহায় সিনেমাটি নামকাওয়াস্তে একটি হলে মুক্তি পায়।

বড় বাজেটের এই ছবিগুলোতে অভিনয় করেছেন ফেরদৌস, নিঝুম রুবিনা, বাপ্পী চৌধুরী, নবাগতা অধরা খান, সুস্মী রহমান, ববি হক ও রোশান। এর মধ্যে শুরু হয়েছে হল বুকিংও।

তবে একসঙ্গে এত ছবি মুক্তি পাওয়াকে ভালোভাবে দেখছেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এমনকি ছবিগুলোর প্রযোজক-পরিচালকরাও রয়েছেন দুশ্চিন্তায়।

‘মেঘকন্যা’ ছবির পরিচালক অভি বলেন, ‘আমি প্রায় চার মাস আগে ছবি মুক্তির তারিখ চূড়ান্ত করেছি। কিন্তু বাকি তিন ছবি আমার ঘাড়ের ওপর চড়ে বসেছে।’

‘নায়ক’ ছবির অভিনেতা বাপ্পী বলেন, ‘এটি বড় বাজেট এবং ভালো গল্পের ছবি। আমার মনে হয়, অন্য ছবিগুলোর পরিচালকদের বিষয়টি ভেবে দেখা উচিত।’

তবে পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র প্রযোজক মিয়া আলাউদ্দিন বলেন, ‘বাজারের কথা চিন্তা করলে ১২ অক্টোবর বড়জোর দুটি ছবি মুক্তি দিলে   ভালো হবে।’


Leave a reply