Select Page

আনিসুল হকের গল্পে শাকিব খান, পরিচালক রনি

আনিসুল হকের গল্পে শাকিব খান, পরিচালক রনি

কথাসাহিত্যিক আনিসুল হকের গল্পে নির্মিত হয়েছিল মতিন রহমানের ‘রং নাম্বার’। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছিলেন ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’সহ বেশ কিছু সিনেমা। এবার তিনি গল্প লিখছেন শাকিব খানের জন্য।

এই সম্পর্কিত একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে প্রথম আলোয়। সেখানে জানানো হয়, নাম প্রকাশ না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। প্রযোজনা করবে শাকিব শানের এসকে ফিল্মস। তবে নায়িকা কে হচ্ছেন জানা যায়নি।

সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে শাকিব ও আনিসুলের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। শাকিব খান বলেন, মৌলিক গল্পের সিনেমা এটি। বাজেটের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না।

অন্যদিকে পরিচালক রনি বলেন, বর্তমানে গল্প ও চিত্রনাট্য লেখা হচ্ছে। সিনেমাটি নির্মাণে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হবে। নিজের হাতে কাজ সেরেই নির্মাণে নামবেন।

বর্তমানে শাকিবকে নিয়ে রনির হাতে রয়েছে দুই সিনেমা- শাহেনশাহ ও বসগিরি ২। এছাড়া পরী মনি প্রযোজিত ‘ক্ষত’ নির্মাণের কথা রয়েছে তার।

শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এর আগে নির্মাণ হয়েছিল বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। বছরখানেক আগে ‘প্রিয়তমা’ নামের আরেকটি সিনেমার নাম ঘোষিত হলেও শুটিং ফ্লোরে যায়নি। তবে সম্প্রতি এ সিনেমার পরিচালক হিমেল আশরাফের সঙ্গে শাকিব ও পরী মনিকে আড্ডা দিতে দেখা গেছে।


মন্তব্য করুন