Select Page

১৫০ হলে প্রস্তাব, মুক্তি পাচ্ছে ২৮ হলে

১৫০ হলে প্রস্তাব, মুক্তি পাচ্ছে ২৮ হলে

অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পাবে ৪ আগস্ট। নির্মাতা জানান, প্রথম সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরে ২৮টি হলে মুক্তি পাবে সিনেমাটি। তবে বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “১৫০ হল থেকে অফার পেয়েছি। কিন্তু আমরা ছবিটা সব হলে দিতে চাই না।”

অনিমেষ আরো বললেন, “আমরা কোনো ষড়যন্ত্রের শিকার না। ১৫০টি হল থেকে অফার পেয়েছি। এখনো নিয়মিত হল থেকে ফোন দিচ্ছে। কিন্তু আমরা ছবিটা সব হলে দিতে চাই না। আগের স্ট্রাটেজিতে দেখেছি, যদি ছবিটা আগে ভালো হলে দেই আর মানুষ ছবিটা ভালো ভাবে নেয় তখন দ্বিতীয় সপ্তাহে অনেক হলে দিতে পারবো।”

বিষয়টা আরো খানিকটা ব্যাখ্যা করলেন এভাবে, “মিনিমাম গ্যারান্টি মানির একটা ব্যাপার আছে। এখনো অনেক হল থেকে ফোন পাচ্ছি। কিন্তু ওরা তো মিনিমাম গ্যারান্টি দিয়ে নেয় না। ওরা ছবি নেয় শেয়ারিংয়ে। লাভ যা হবে তার থেকে আমাদেরকে শেয়ার করবে। কিন্তু এভাবে ছবিটি দেব না। তবে দ্বিতীয় সপ্তাহে মিনিমাম গ্যারান্টি মানি দিয়ে সিনেমাটা নিবে।”

তবে ঢাকার বেশির ভাগ বড় প্রেক্ষাগৃহ উজ্জ্বল করবে ‘ভয়ংকর সুন্দর’। এগুলো হলো— মধুমিতা, বলাকা, আনন্দ, শ্যামলী, পুনম, গ্যারিসন, নিউ গুলশান, যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সে।

এছাড়া ঢাকার বাইরের হলগুলো হলো— জনতা (রংপুর), বনলতা (ফরিদপুর), অভিরুচি (বরিশাল), চম্পাকলি (টঙ্গি), কাকলী (শেরপুর), শাপলা (রংপুর), চান্দনা (জয়দেবপুর), মানসী (কিশোরগঞ্জ), মধুমতি (ভৈরব), সোনিয়া (বগুড়া), আলমাস (চট্টগ্রাম), মডার্ন (দিনাজপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), কেয়া (টাঙ্গাইল), সেনা (সাভার), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), নন্দিতা (সিলেট) ও বিজিবি (সিলেট)।

মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক’ গল্প অনুসারে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার আশনা হাবিব ভাবনা। ‘ভয়ংকর সুন্দর’ প্রযোজনা করছে এ স্কয়ার ফিল্ম কোম্পানি।


মন্তব্য করুন