Select Page

১৫ বছরে প্রথমবার ঈদে নেই শাকিব খান

১৫ বছরে প্রথমবার ঈদে নেই শাকিব খান

ঈদ মানে শাকিব খানের সিনেমা। যা ৫-৬ থেকে সর্বশেষ ঈদুল আজহায় একটিতে ঠেকেছিল। তারপরও শাকিব বলে কথা!

এবারের ঈদুল ফিতরের জন্য এই নায়কের ধামাকা কোনো আয়োজন ছিল না। তারপর দুটি সিনেমা মুক্তির কথা ছিল। কিন্তু করোনা সবকিছু পাল্টে দিল। ঈদের মুক্তি পাচ্ছে না নতুন কোনো সিনেমা। মার্চ থেকে বন্ধ থাকা প্রেক্ষাগৃহ কবে মুক্তি পাবে এখনো ঠিক হয়নি।

গত ১৫ বছরে এবারই প্রথম, যে ঈদে শাকিবের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না।

মুক্তির কথা ছিল ‌শাকিব খানের ‘বিদ্রোহী’ (শবনম বুবলি) ও ‘নবাব এলএলবি’ (মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া) নামের দুটি ছবি। এর মধ্যে প্রথমটি পুরো প্রস্তুত। অন্যটি ঈদের মাস দুয়েক আগে ঘোষণা দিয়ে ক্যামেরাই ওপেন করতে পারেনি।

তবে শাকিব জানালেন ছবি মুক্তি নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বলেন, ‘আগে মানুষের জীবন, পরে সিনেমা। মানুষই যদি না দেখতে পারে, তাহলে সেই সিনেমা মুক্তি দিয়ে কী হবে? আর এটা তো শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বেই একই অবস্থা। সব থমকে গেছে। সবখানে বাঁচার আকুতি। তবে এটুকু কথা দিচ্ছি, এই খারাপ সময় কেটে গেলে, এই যাত্রায় বেঁচে গেলে, নতুন উদ্যমে সবাই মিলে চলচ্চিত্র শিল্প নিয়ে কাজ করবো।’

ঈদে আরও মুক্তির কথা ছিল মিশন এক্সট্রিম (আরিফিন শুভ, ঐশী), শান (সিয়াম, পূজা, তাসকিন) ও মন দেব মন নেব (মাহি)।


মন্তব্য করুন