Select Page

১৫ লাখ পারিশ্রমিকে মাহির রেকর্ড

১৫ লাখ পারিশ্রমিকে মাহির রেকর্ড

সাধারণত ভাবা হয়— বিয়ের পর নায়িকারা হলে দর্শক টানতে পারেন না। তাই পারিশ্রমিকের অঙ্কও কমতে থাকে। মাহির ক্ষেত্রে তা হয়নি। এ মুহূর্তে তিনিই নায়িকাদের মধ্যে ছবি প্রতি সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন। যা অনেক আলোচিত নায়কের সমান কিংবা কাছাকাছি। জানাচ্ছে বাংলা ট্রিবিউন।

ছবি প্রতি মাহির দর এখন ১০ লাখ টাকা। তবে গল্প ও পরিচালক নায়িকার মন গলাতে পারেন, সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট থাকেই। আর তা হলো- ১ কমিয়ে ৯ লাখে রাজি হয়ে যান মাহি। যেমনটা ঘটেছে মোস্তাফিজুর রহমান মানিকের ছবি ‘জান্নাত’-এ। এখানে মাহি ৯ লাখ টাকায় রাজি হয়েছেন।

সর্বশেষ চুক্তিবদ্ধ হওয়া ছবিতে দেড় গুণ টাকা পেয়েছেন এ নায়িকা।‘ময়না’ ছবিতে তাকে দেওয়া হয়েছে ১৫ লাখ টাকা!

মাহি বললেন, ‘‘আমি সাধারণত ১০ লাখ টাকাই নিই। কিন্তু ‘ময়না’ ছবিতে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া আমাকে ১৫ লাখ টাকায় চুক্তি করে। এটা তারাই প্রস্তাব দেয়।’’


মন্তব্য করুন