Select Page

ফিরে দেখা ২০১০-১৯: জনপ্রিয় ত্রিশ নাটক, সঙ্গে লিংক

ফিরে দেখা ২০১০-১৯: জনপ্রিয় ত্রিশ নাটক, সঙ্গে লিংক
গত দশকের নাট্যপাড়ার উল্লেখযোগ্য ঘটনা ছিল এয়ারটেলের মত কর্পোরেট প্রতিষ্ঠানের নাটক/টেলিফিল্ম প্রযোজনা করা। ভালবাসি তাই ও ভালবাসি তাই ভালবেসে যাইয়ের মাধ্যমে প্রযোজনায় আসে এয়ারটেল! তাদের নাটকের বৈশিষ্ট্য ছিল মাল্টিস্টার কাস্টিং এবং উচ্চ বাজেট। টেলিফিল্ম গুলোর যে দিকটি সবচেয়ে নজর কেড়েছিল তা হচ্ছে প্রচারণা। নাটকের প্রচারণাকে তারা অন্য পর্যায়ে নিয়ে যায়। জাতীয় তথা অনলাইন দৈনিক, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভি চ্যানেল গুলোতে চোখে পড়ার মত বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে তাদের প্রযোজিত কন্টেন্ট গুলোকে প্রমোট করে। সব মিলিয়ে তাদের কাজগুলোতে অভূতপূর্ব সাড়া দেখা যায় এবং প্রযোজকেরাও ভাল বাজেটের নির্মাণে লগ্নি করতে উৎসাহিত হয়।

শুরুর দিকে তারা বেশ কয়েকটি রোমান্টিক টেলিফিল্ম নির্মাণ করলেও ধীরে ধীরে তাদের টার্গেটেড দর্শক তরুণ প্রজন্মের গল্প নিয়ে নাটক নির্মাণ করতে থাকলে। এ ধারায় সেরা সংযোজন ছিল আদনান আল রাজীবের অল টাইম দৌড়ের উপর। প্রথম কয়েকটি তরুণদের জন্য নির্মিত এয়ারটেলের কন্টেন্ট গুলো জনপ্রিয় হলেও পরে দর্শকদের মাঝে একঘেয়েমি চলে আসে। তবে এয়ারটেলের নাটকগুলোর মাধ্যমে নাটকে মৌলিক গানের ব্যবহার জনপ্রিয় হয়। শীহাব শাহীন নির্মিত তাদের প্রথম দুটি কাজের মাধ্যমে বলা চলে রোমান্টিক নাটকের নবজাগরণ হয়। এনটিভির জন্য শিহাব শাহীন একের পর এক মাস্টারপিস রোমান্টিক টেলিফিল্ম নির্মাণ করেন। মনফড়িঙ এর গল্প, মনসুবা জংশন, নীলপরী নীলাঞ্জনা টেলিফিল্ম গুলো এ অনলাইন ইউটিউবের যুগেও দর্শককে টেলিভিশনের সামনে বসে থাকতে বাধ্য করে।
টিভি নাটকের জন্য গত দশকের অন্যতম ইতিবাচক দিক ছিল আয়নাবাজি অরিজিনাল সিরিজ কিংবা দুইবার ছবিয়ালের রিইউনিয়ন সিরিজ। ধারাবাহিকভাবে ৭ দিন ৭ নির্মাতার নির্মিত নাটকগুলোর প্রায় প্রতিটি দর্শকপ্রিয় হয়। ছবিয়াল সিরিজে আদনান আল রাজীবের বিকাল বেলার পাখির তুমুল জনপ্রিয়তায় নিম্ন মধ্যবিত্তদের জীবন সংকট নাটক নির্মাণের হিড়িক পড়ে। অন্যদিকে বড় ছেলের তুমুল জনপ্রিয়তায় নায়ক নায়িকার বিরহের মাধ্যমে সমাপ্ত হওয়া নাটক নির্মাণ বাড়ে।
আগের দশকে গ্রামের কমেডি নাটক গুলো জনপ্রিয় হলেও এই দশকে সংখ্যা বেড়ে যাওয়ায় জনপ্রিয়তা হ্রাস পায়। শাফায়াত মনসুর রানার সামাজিক নেতিবাচক দিকগুলোকে উপস্থাপন, আশফাক নিপুণের চলমান আলোচিত ইস্যুকে তুলে ধরা, তানিম রহমান অংশুর নাটকে ফিল্মি স্টাইল, মিজানুর রহমান আরিয়ানের ম্যাজিকেল কেমিস্ট্রির নাটকগুলি বেশ জনপ্রিয় ও প্রশংসিত হয়। গতবারের মত এবারও বাংলা নাটকে ছবিয়ালের ভাল কাজ অব্যহত ছিল। তবে তাদের দ্বিতীয় প্রজন্মের অনেক নির্মাতার কন্টেন্টই সমালোচিত হয়। দশকের শেষভাগে এসে অনলাইন ভিউর কথা মাথায় রেখে দেদারছে ডাবল মিনিং টাইপ সংলাপ সমৃদ্ধ নাটক নির্মাণ বাড়ে। সেগুলো ভিউর মাধ্যমে বানিজ্যিকভাবে সফল হলেও দিনশেষে এই অশ্লীলতা শাপেবর হয় কিনা তা সময়ই বলে দিবে। প্রথম পর্বে প্রশংসিত পর্বের পর দ্বিতীয় পর্বে আজ এই দশকের জনপ্রিয় নাটকগুলি মনে করিয়ে দিচ্ছি!
১. বড় ছেলে (২০১৭)- মিজানুর রহমান আরিয়ান (অপূর্ব, মেহজাবীন)
https://youtu.be/eb6mCg1dB0Y
২. নীলপরী নীলাঞ্জনা (২০১৩)- শিহাব শাহিন (তাহসান, মম)
https://youtu.be/yVTtVcXu3b8
৩. সিকান্দার বক্স সিরিজ (২০১৩)- সাগর জাহান (মোশাররফ করিম, আরফান আহমেদ, তিশা,প্রভা, সারিকা, শখ)
https://youtu.be/zbVByH3_UPg
৪. যমজ সিরিজ (২০১৩)-আজাদ কালাম (মোশাররফ করিম)
https://youtu.be/D0ZPuPbATsw
৫. আরমান ভাই সিরিজ (২০১০)- সাগর জাহান (জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, মুনিরা মিঠু)
https://youtu.be/BU6OoczanR4
৬. মন ফড়িঙের গল্প (২০১২)-শিহাব শাহিন (তিশা, তাহসান)
https://youtu.be/BA1dWflhH88
৭. ভালোবাসি তাই ভালোবেসে যাই (২০১১)- শিহাব শাহিন (জয়া আহসান, তিশা, ইরেশ যাকের, ওমর আয়াজ, সানজিদা প্রীতি, আরেফিন শুভ)
https://youtu.be/yZYJ4WwDNp4
৮. মনসুবা জংশন (২০১২)-শিহাব শাহিন (তিশা, তাহসান)
https://youtu.be/SzWJshAwNA4
৯. ভালোবাসি তাই (২০১১)-শিহাব শাহিন (আলী যাকের, তিশা, সজল, বিদ্যা সিনহা মিম, বিন্দু, আরিফিন শুভ, শহীদুজ্জামান সেলিম, রোজী সেলিম, হিল্লোল, উৎস)
https://youtu.be/eNwMLc40IqY
১০. ল্যান্ডফোনের দিনগুলিতে প্রেম (২০১৩)- আশফাক নিপুণ (তাহসান, মিথিলা, অপু)
https://youtu.be/3vkT5eF2Rxo
১১. @18 অলটাইম দৌড়ের উপর (২০১২)- আদনান আল রাজীব (অ্যালেন শুভ্র, তৌসিফ মাহবুব, মম, মিশু সাব্বির, শবনম ফারিয়া, মিতা চৌধুরী, ফারুক আহমেদ)
https://youtu.be/gU2GFKCiOJ8
১২. বিকালবেলার পাখি (২০১৭)- আদনান আল রাজীব (ফজলুর রহমান বাবু, ইলোরা গওহর, ইফফাত তৃষা, অ্যালেন শুভ্র)
https://youtu.be/JlS5zLUTZro
১৩. আমাদের গল্প (২০১২)- ইফতেখার আহমেদ ফাহমি (জয়া আহসান, তাহসান, ঈশিতা, ইরেশ যাকের, রওনক হাসান, রিপন নাথ, মুনিরা মিঠু, নাফিজা)
https://youtu.be/zKHCoYaX01c
১৪. ইন এ রিলেশনশিপ (২০১৪)- মিজানুর রহমান আরিয়ান (অপূর্ব, শায়না আমিন, মৌসুমী হামিদ)
https://youtu.be/r5lKg1LVMb8
১৫. দেনমোহর (২০১১)- মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (মোশাররফ করিম, মিথিলা, এজাজুল ইসলাম)
https://youtu.be/TSUNyQl-u68
১৬. বিহাইন্ড দ্য ট্র‍্যাপ (পিন্টু-মিন্টু সিরিজ) (২০১১)- রেদোয়ান রনি (মোশাররফ করিম, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু, ম ম মোর্শেদ, সিদ্দিকুর রহমান)
https://youtu.be/Qpw8mJf9Ny8
১৭. খুঁটিনাটি খুনসুঁটি (২০১৫)- আশফাক নিপুণ (অপি করিম, পার্থ বড়ুয়া, আবির মির্জা,অপু)
https://youtu.be/Qfz07-vvj9Q
১৮. বুকের বাঁ পাশে (২০১৮)- মিজানুর রহমান আরিয়ান (আফরান নিশো, মেহজাবীন)
https://youtu.be/qhZf4mKzj5U
১৯. কথাবন্ধু মিথিলা (২০১৪)- মাসুদ হাসান উজ্জল (তাহসান, অগ্নিলা)
https://youtu.be/YF4wAZCZ_6U
২০. কলুর বলদ সিরিজ (২০১৮)- সাজ্জাদ সুমন (রিয়াজ, তানিয়া আহমেদ, ফারহানা মিলি, দিলারা জামান)
২১. মিস শিউলি (২০১৯)- আশফাক নিপুণ (অপি করিম, আবুল হায়াত, আফরান নিশো, ইয়াশ রোহান, সাফা কবির, সুমন পাটোয়ারি)
২২. লালাই (২০১৮)- মাবরুর রশিদ বান্নাহ (আফরান নিশো, তানজিন তিশা)
https://youtu.be/NAY5UDHbmeI
২৩. ব্যাচ ২৭ সিরিজ (২০১৭)- মিজানুর রহমান আরিয়ান (অপূর্ব, মিথিলা, মেহজাবীন, অপর্ণা)
https://youtu.be/PATgoY6xuGs
২৪. এয়ারবেন্ডার (২০১৫)- তানিম রহমান অংশু (অপূর্ব, শার্লিন ফারজানা, শাহরিয়ার শাকিল, সিয়াম, সুজানা)
https://youtu.be/5gbSd8jBQu8
২৫. লাইক এন্ড শেয়ার (২০১৬)- শাফায়েত মনসুর রানা (জন কবির, শাফায়েত মনসুর রানা, অপর্ণা)
https://youtu.be/-6HMT4UGY4s
২৬. মিডলক্লাস সেন্টিমেন্ট (২০১৫)- আদনান আল রাজীব (আশফাক নিপুণ, সোনিয়া হোসেন)
https://youtu.be/kHPu2VegCm8
২৭. হ্যালো বাংলাদেশ (২০১৪)- মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান
https://youtu.be/5-SWSFajnE8
২৮ .বিনি সুতোর টান (২০১৮)- শিহাব শাহিন (অপূর্ব ,মম, আয়াশ)
https://youtu.be/YObYEeEHRxY
২৯. সুবর্ণপুর বেশি দূরে নয় (২০১৪)- রেদোয়ান রনি (ইন্তেখাব দিনার ,অর্চিতা স্পর্শিয়া, জোভান)
https://youtu.be/cNJuEP862qA
৩০. আশ্রয় (২০১৯)- মাবরুর রশিদ বান্নাহ (মোশাররফ করিম, তাহসান, তিশা, মম)


মন্তব্য করুন