Select Page

২০২২ সালে মুক্তি পেতে পারে এই সব সিনেমা

২০২২ সালে মুক্তি পেতে পারে এই সব সিনেমা

করোনায় পরপর দুই বছর মন্দা দেখেছে ঢালিউড, আগের বছরগুলোর ব্যর্থতা তো ছিলই। একের পর এক ছবি পিছিয়ে গেছে। আবার অল্প কিছু মুক্তি পেলেও প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি। একই সময়ে বন্ধ হয়ে গেছে অনেক হল। তারপরও নতুন সিনেমার নির্মাতা পরিবর্তন নিয়ে আশাবাদী।

দেখা যাক চলতি বছরে বড় পর্দায় আলো ছড়াতে পারে কোন কোন ছবি—

শান: এম রাহিম পরিচালিত এ কপ অ্যাকশন থ্রিলারের প্রধান চরিত্রে আছেন সিয়াম আহমেদ। মানবপাচারকে কেন্দ্রে রেখে নির্মিত ছবিটির ভিলেন চরিত্রে আছেন তাসকিন রহমান ও মিশা সওদাগর, নায়িকা পূজা চেরি। ট্রেলার থেকে বোঝা গেল অ্যাকশনে বেশ স্টাইলিশ স্টেপ নেওয়া হয়েছে। বলা যায়, ‘মৃধা বনাম মৃধা’র ব্যর্থতার পর চলতি বছরে সিয়ামের অন্যতম ট্রাম্পকার্ড এ ছবি। বছরও শুরু হবে ‘শান’ দিয়ে।

নূর: আবারও রোমান্টিক ছবিতে আরিফিন শুভ। রায়হান রাফীর পরিচালনা মানে ভিন্ন ধরনের গল্প, টুইস্টে ভরা চিত্রনাট্য। এ ছবিতে ‘মিশন এক্সট্রিম’-এর পর আবারও শুভর সঙ্গে জুটি বাঁধছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। গত বছর টানা শুটিং-এর মাধ্যমে ছবিটি কাজ শেষ হয়েছে পাবনায়। অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবে আছেন শুভ। মুক্তি পাবে বছরের শেষ দিকে।

এ ছাড়া শুভ-ঐশী জুটির ‘মিশন এক্সট্রিম টু’ মুক্তি পাবে রোজার ঈদে।

শিমু: বছর দু-এক আগে ‘মেড ইন বাংলাদেশ’ নামে ছবিটি ইউরোপ ও আমেরিকায় মুক্তি পায়। রুবাইয়াত হোসেন পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কারও। পোশাককর্মীদের নিয়ে এ ছবিতে আছেন রিকিতা নন্দিনী ও মোস্তফা মনওয়ার।

দামাল: বছরজুড়ে একাধিক ছবি মুক্তি দেবেন রায়হান রাফী। তার অন্যতম ‘দামাল’। স্বাধীন বাংলা ফুটবল টিম নিয়ে এর গল্প। অভিনয় করেছেন সিয়াম, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমিসহ অনেকে। একই ফুটবল টিম নিয়ে সরকারি অনুদানে ছবি নির্মাণ করছেন ‘দেবী’-খ্যাত আনম বিশ্বাস। তবে সেই ছবি নিয়ে নতুন কোনো তথ্য হাতে নেই। মুক্তি পাবে মার্চে।

পরাণ: রায়হান রাফীর আরেক ছবি। সত্য কাহিনি অবলম্বনে বলেছিলেন নির্মাতা। তাই টিজার প্রকাশের পর অনেকেই বরগুনার একটি ঘটনার সঙ্গে মিলিয়ে দেখছিলেন। ত্রিভূজ প্রেমের গল্পে দেখা যাবে মিম, রাজ ও ইয়াশ রোহানকে। মুক্তি পাবে ফেব্রুয়ারিতে।

অপারেশন সুন্দরবন: ‘ঢাকা অ্যাটাক’-এর পর বড়পর্দায় ফিরছেন দীপংকর দীপন। এবার নিয়ে আসছেন র‌্যাবের কাহিনি। কীভাবে সুন্দরবন জলদস্যুমুক্ত হলো, সেই গল্পে হাজির করেছেন সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, রিয়াজ, দর্শনা বণিককে। ছবিটি মুক্তি পাবে কোরবানির ঈদে।

এ ছাড়া আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে সাইবার নিরাপত্তা নিয়ে ‘অন্তর্জাল’ বানাচ্ছেন দীপন। সেই ছবিতে আছেন সিয়াম, মিম ও সুনেরাহ বিনতে কামাল।

বঙ্গবন্ধু: ভারতের শ্যাম বেনেগাল নির্মাণ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকটি। নাম ভূমিকায় আছেন আরিফিন শুভ। শত কোটি টাকা বাজেটের এ ছবিতে বাংলাদেশের নামি-দামি তারকাদের বড় একটি দল অন্তর্ভুক্ত আছেন। আছেন ভারতীয় অভিনেতারা। করোনার কারণে বিঘ্ন ঘটা ভারত-বাংলাদেশে চিত্রায়ণ হওয়া ‘বঙ্গবন্ধু’ চলতি বছরের মুক্তি পাবে।

নো ল্যান্ডস ম্যান: ‘ডুব’ নিয়ে বিতর্ক, বক্স অফিস ব্যর্থতার পর আরেক ছবি ‘শনিবার বিকেল’ সেন্সরে আটকে আছে তিন বছর। এর মাঝে মোস্তফা সরয়ার ফারুকী আন্তর্জাতিক ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ প্রস্তুত ও ইতিমধ্যে আন্তর্জাতিক প্রিমিয়ার হয়ে গেছে। অভিনয় করেছেন বলিউডের নওয়াজুদ্দীন সিদ্দিকী ও ঢাকার তাহসান রহমান খানসহ বিদেশি অনেক শিল্পী। সংগীত পরিচালনার পাশাপাশি সহপ্রযোজক হিসেবে আছেন ভারতের এ আর রহমান। তবে এখনো নিশ্চিত মুক্তির তারিখ মেলেনি।

মাসুদ রানা: অনেক দিন ধরে আলোচনায় আছে কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবি। রাসেল রানাকে নায়ক করে এ ছবি নির্মাণ করছেন সৈকত নাসির। আছেন পূজা চেরি। বছরের শেষ দিকে ছবিটি মুক্তি পাবে। এ ছাড়া এবিএম সুমন, মিমকে নিয়ে ‘এমআর৯’ নামে আরেকটি ছবির ঘোষণা দিয়ে রেখেছে জাজ। যেটি নির্মাণ করবেন আসিফ আকবর।

‘মাসুদ রানা’ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে সৈকত নাসিরের ক্যাসিনো ও তালাশ।

মুখোশ: ইফতেখার শুভর সরকারি অনুদানের ছবি। আছেন মোশাররফ করিম, পরীমনি ও রোশান। বেশ রহস্যের হাতছানি আছে গল্পে। মুক্তি পাবে জানুয়ারিতে। এ ছাড়া রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ছবির নাম ভূমিকায় থাকছের পরী। এ বিপ্লবীকে নিয়ে ‘ভালোবাসার প্রীতিলতা’ নির্মাণ করছেন প্রদীপ ভট্টাচার্য। নাম ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা।

হাওয়া: মেজবাউর রহমান সুমনের সিনেমা নিয়ে অনেকদিনের আগ্রহ দর্শকের। সেন্ট মার্টিনে শুটিং হওয়া এ ছবিতে আছেন চঞ্চল চৌধুরী, রাজ ও নাজিফা তুষিসহ অনেকে। বেশ আগেই শেষ হওয়া ছবিটি কবে মুক্তি পাবে নিশ্চিত কোনো তথ্য নেই।

পাপ-পুণ্য: প্রেম বিষয়ে গিয়াসউদ্দিন সেলিমের তৃতীয় ছবি ‘পাপ-পুণ্য’। বেশ আগেই শেষ হয়েছে এ ছবির কাজ। অভিনয় করেছেন সিয়াম ও শাহনাজ সুমি। আছেন চঞ্চল চৌধুরী ও আফসানা মিমিসহ অনেকে। ভালোবাসা দিবসে মুক্তির কথা শোনা গেলেও আপাতত নতুন কোনো খবর নেই।

গলুই: এস এ জক অলিকের সরকারি অনুদানের এ ছবির প্রধান চমক শাকিব খান। তাকে দেখা যাবে গ্রামীণ চরিত্রে। ইতিমধ্যে শুটিং সেট থেকে বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ হয়েছে। শাকিবের বিপরীতে প্রথমবারের মতো জুটি হয়েছেন পূজা চেরি।

লিডার আমিই বাংলাদেশ: শাকিব খান ও শবনম বুবলিকে নিয়ে পরিচালনা করেছেন তপু খান। সোশ্যাল ড্রামা ধাঁচের ছবিটির সামান্য কিছু কাজ বাকি আছে।

এ ছাড়া ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় সোহানি হোসেনের গল্প থেকে ‘অন্তরাত্মা’য় দেখা যাবে শাকিব খানকে। বিপরীতে আছেন কলকাতার দর্শনা বণিক।

পায়ের তলায় মাটি নাই: মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’-এর প্রিমিয়ার হয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসবে। মূল ভূমিকায় অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন প্রমুখ। এই গল্পের মূল নায়ক ‘সাইফুল’ নামের এক সাধারণ মানুষ, যাকে তার দুই স্ত্রী, পরিবার, কাজ, নৈতিকতা ও সামাজিকতার নানা দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে হয়।

ময়ূরাক্ষী: রাশিদ পলাশের এ ছবির নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। এক চিত্রনায়ক ও তার প্রেমিকের গল্প। অভিনয় করছেন ববি হক ও সুদীপ বিশ্বাস দীপ।

রিকশা গার্ল: ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের কিশোর উপন্যাস ‘রিকশা গার্ল’কে বড়পর্দার জন্য তৈরি করেছেন অমিতাভ রেজা চৌধুরী। ছবিটির কেন্দ্রে আছে নাইমা নামের এক কিশোরী, অভিনয় করেছেন নভেরা রহমান। আরও আছেন মোমেনা চৌধুরী, চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

অমানুষ: অনন্য মামুনের এ ছবিতে অভিনয় করেছেন নিরব হোসেন ও রাফিয়াৎ রশিদ মিথিলা। পার্বত্য অঞ্চলের প্রেক্ষাপটে উঠে এসেছে এক ডাকাত ও গবেষকের রসায়ন।

এ ছাড়া নির্মাণে রয়েছে রইদ, ফিরে দেখা, বাড়ির নাম শাহানা, যাও পাখি বলো তারে, ওরা ৭ জন, আনন্দ অশ্রু, বুবুজানসহ বেশ কিছু ছবি।


মন্তব্য করুন