Select Page

২০২৩ সালে মুক্তি পাবে আরিফিন শুভর সাত সিনেমা

২০২৩ সালে মুক্তি পাবে আরিফিন শুভর সাত সিনেমা

গত কয়েক বছরে আরিফিন শুভর হাতে গোনা কয়েকটি ছবি রিলিজ হয়েছে। সর্বশেষ দেখা গিয়েছে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’-এ। মাঝে এক বছর বিরতির পর আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাবে পুলিশ অ্যাকশন থ্রিলারটি দ্বিতীয় কিস্তি ‘ব্ল্যাক ওয়ার’।

এই অভিনেতার ভক্তদের অভিযোগ তাকে নিয়মিত ও বছরে একাধিক সিনেমায় পাওয়া যায় ন। চলতি বছরে সেই আক্ষেপ হয়তো গুছবে। শুভ জানালেন, তাকে দেখা যাবে সাত-সাতটি ছবিতে। তা-ই যদি হয়, তবে তিনি হতে যাচ্ছেন এই বছরে মুক্তি পাওয়া সর্বাধিক সিনেমার নায়ক।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’ ছাড়াও রয়েছে শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’, রায়হান রাফী ‘নূর’ ও অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’। রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ফিল্ম ‘ঊনিশ২০’। তবে নিশ্চিত করলেও বাকি দুটি ছবির খবর জানাননি শুভ।


মন্তব্য করুন