Select Page

২৬টি দেশে মুক্তি পায় ‘দি রেইন’!

২৬টি দেশে মুক্তি পায় ‘দি রেইন’!

আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার বাজার নিয়ে আজকাল অনেক কথা হয়। হতাশার কথাই থাকে ঢের! অনেকে শুনে অবাক হবেন ৪৪ বছর আগে এস এম শফির আলোচিত সিনেমা ‘দি রেইন’ কমপক্ষে ২৬টি দেশে মুক্তি পায়। এর সপক্ষে প্রমাণ হিসেবে পাওয়া গেছে একটি পেপারকাটিং।

ইংরেজি-উর্দু ভাষায় ডাবিং-এর পাশাপাশি আরবি সাবটাইটেল করা হয়। যার মধ্যে ইউটিউবে উর্দু সংস্করণ পাওয়া যায়।

‘দি রেইন’-এ অভিনয় করেন ওয়াসিম ও অলিভিয়া। অন্যান্য ভূমিকায় আছেন কাজী মেহফুজুল হক, রোজী সামাদ ও সৈয়দ হাসান ইমাম প্রমুখ।

আনোয়ার পারভেজের সুরে ছবির প্রায় সব গানই পায় জনপ্রিয়তা। এর মধ্যে আছে চঞ্চল হাওয়ারে ও একা একা কেন ভালো লাগে না। ছবিটি দুটি জাতীয় পুরস্কার পায়। দুটিই কণ্ঠশিল্পী বিভাগে- মাহমুন্নবী ও রুনা লায়লা পান।

সম্প্রতি এই সিনেমা নিয়ে আরিফুল হাসান আবির ফেসবুকে পেপার কাটিং শেয়ার করে লেখেন, “’ব্যাপারটি নিয়ে আগেও লিখেছিলাম, তখন অনেকেই কথাটি বিশ্বাস করেননি, আজ একেবারে তখনকার প্রত্রিকায় প্রকাশিত ছবির এই বিজ্ঞাপনের দলিল নিয়ে হাজির হলাম, যেখানে স্পষ্ট করে লেখা আছে বিশ্বের প্রায় ২৬টি দেশে ছবিটি মুক্তি পেয়েছিল, একটু কষ্ট করে লক্ষ্য করলে সে সব দেশের নামগুলোও পড়ে নেয়া যাবে।”

সিনেমাটি এখন বাংলাদেশেও ‘দি রেইন’ নামে পরিচিত। তবে মূল বাংলা টাইটেল ছিল ‘যখন বৃষ্টি এলো’। বিজ্ঞাপনে লেখা হয়, ‘বিশ্ব বাজারের জন্য তৈরী বাংলাদেশের প্রথম রঙিন ছবি’।

ওই পোস্টের মন্তব্যের ঘরে গবেষক মীর শামসুল আলম বাবু কয়েকটি মন্তব্য করেন। যেমন, “ছবিটি প্রথম চলায় কত আয় (ডলারে) করেছিলো তার সংবাদও প্রকাশ হয়েছিলো। এসব এখন কেউ বুঝবে না।” তবে দুঃসংবাদ হিসেবে জানান, সিনেমাটির নেগেটিভ নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, “এস এম শফি ছবিটি পরে যার কাছে বিক্রি করে দিয়েছিলেন – গুলিস্তানে তার অফিসে পরে ছিলো।”

 


Leave a reply