Select Page

২৯ এপ্রিল আসছে ‘আইসক্রিম’

২৯ এপ্রিল আসছে ‘আইসক্রিম’

ice-cream

রেদওয়ান রনির  নতুন ছবি ‘আইসক্রিম’ সেন্সর ছাড়পত্র এসেছে বেশ কদিন আগে। এবার জানানো হলো মুক্তির তারিখ।

সিনেমাটিতে অভিষেক হচ্ছে একাধিক নতুন মুখের। তাদের অভিনয় দেখার জন্য অপেক্ষা করতে হবে ২৯ এপ্রিল পর্যন্ত। ওই দিনই হলে মুক্তি পাবে ছবিটি।

নির্মাতা রেদওয়ান রনি এখন দেশের বাইরে। রোববার মোবাইলে প্রথম আলোকে বলেন, ‘পয়লা বৈশাখের উৎসবের পরপরই হলে আসবে আইসক্রিম। বৈশাখের সঙ্গে নতুন আর তারুণ্যের সম্পর্ক আছে। আশা করি, বৈশাখ মাসে ছবির একঝাঁক তরুণের অভিষেক দর্শকদের জন্য দারুণ আনন্দের একটি উপলক্ষ হবে।’

‘আইসক্রিম’ মূলত ভালোবাসার সম্পর্ক আর সেই সম্পর্ক জিইয়ে রাখার গল্প। ছবির তিন নবাগত শিল্পী হলেন কুমার উদয়, নাজিফা তুষি ও রাজ। আরও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, দিতি ও ওমর সানি।


মন্তব্য করুন