Select Page

২৯ জুলাই মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

২৯ জুলাই মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

ফুরিয়ে এলো প্রতীক্ষার দিনক্ষণ। আর তিন সপ্তাহ পর মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, আমরা আগামী ২৯ জুলাই ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের হাওয়া টিমের মনে হয়েছে এটাই মুক্তির সময়। এরপর ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে যাবে। তার আগেই আমরা আমাদের ‘হাওয়া’ সবাইকে দেখাতে চাই।

কয়েক দিন সেন্সর বোর্ড থেকে সবুজ সংকেত পেয়েছে সমুদ্র কেন্দ্রিক গল্পের এ ছবি। প্রকাশে তোলপাড় ফেলেছে ‘হাওয়া’র ট্রেলার।

নির্মাতা মেজবাউর রহমান সুমনের কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও সুমন নিজে। ছবিটির চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। আর ছবিটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লি.।

‘হাওয়া’র প্রধান কয়েকটি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ,সুমন আনোয়ার, সোহেল মণ্ডল ও নাসির উদ্দিন খান।


মন্তব্য করুন