Select Page

২ লাখবার দেখা ‘রাজা ৪২০’ ট্রেলার

২ লাখবার দেখা ‘রাজা ৪২০’ ট্রেলার

raja-420-1

জনপ্রিয় জুটি শাকিব খানঅপু বিশ্বাসের নতুন সিনেমা ‘রাজা ৪২০’ মুক্তি পাচ্ছে শুক্রবার। পরিচালনা করেছেন উত্তম আকাশ। চলতি বছরে এটি তাদের মুক্তি পাওয়া প্রথম সিনেমা।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, রাবিনা বৃষ্টি, নূপুর, অমিত হাসান, কাবিলা, সাদেক বাচ্চু, রেবেকা ও হাসমত। গানে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর, মনির খান, মিমি, উমা খান ও জীবন মুরাদ। সঙ্গীতায়োজন করেছেন জীবন মুরাদ এবং কাজী জামাল।

২১ জানুয়ারি অনলাইনে প্রকাশ হয়েছে ‘রাজা ৪২০’-এর ট্রেলার। দুই সপ্তাহে দেখা হয়েছে ২ লাখের বেশিবার। সিনেমা দেখার আগে আগ্রহীরা দেখে নিন ট্রেলার।

https://youtu.be/b_orvplaRfI


মন্তব্য করুন