Select Page

২৯ হলে ‘দেবী’, দেখে নিন তালিকা

২৯ হলে ‘দেবী’, দেখে নিন তালিকা

# ২৯ হলে মুক্তি পাচ্ছে ‘দেবী’
# ভক্তদের দাবি হল সংখ্যা কম হয়ে গেল
# কিন্তু অন্য অঙ্ক কষছেন সংশ্লিষ্টরা

শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ও প্রযোজিত ‘দেবী’। সরকারি অনুদানের সিনেমাটি হুমায়ূন আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এতে মিসির আলি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী।

প্রথম সপ্তাহে ২৯টি হলে মুক্তি পাচ্ছে ‘দেবী’। যদিও অনেকেই আশা করছিলেন সিনেমাটি আরো বেশি হল পাবে। তবে নির্মাতারা ভাবছেন, অন্য কিছু।

তাদের মতে, প্রাথমিকভাবে অল্প হলে মুক্তি পেয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেলে হল এমনিতেই বাড়বে।

এ বিষয়ে পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ  বলেন, “আমি বিশ্বাস করি চলচ্চিত্র ‘দেবী’র সাফল্য আমার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন টু’ চলচ্চিত্রকেও ছাড়িয়ে যাবে। কেননা ছবিটি আমি দেখেছি। আশা করছি দর্শকও পছন্দ করবেন। তবে, কম হলে মুক্তি দেয়ার কারণ, সব হলে একসঙ্গে মুক্তি দিয়ে লাভ নেই। আমার অভিজ্ঞতা বলে, এ ধরণের ছবি সাফল্যের পাশাপাশি ধীরে ধীরে এগুলেই লগ্নিকৃত অর্থ ফেরত আনা সম্ভব।”


About The Author

Leave a reply