Select Page

৩ মাসে ফিল্ম আর্কাইভে ৪১৩ ছবি

৩ মাসে ফিল্ম আর্কাইভে ৪১৩ ছবি

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত সনাতন পদ্ধতিতে সংরক্ষিত চলচ্চিত্রকে ডিজিটাল ফরমেটে সংরক্ষণ করার জন্য আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে বিদেশ থেকে। সংগ্রহ করা হয়েছে ফিল্ম স্ক্যানার, কালার কারেকশন ইউনিট, সাউন্ড ফলোয়ার, ফিল্ম চেকিং ও ক্লিনিং মেশিন, ডিজিটাল এডিটিং মেশিন ও ডিজিটাল প্রজেক্টর। ২০১২ থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সুপারস্ট্রাকচার সমৃদ্ধ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ করা হয়। এরই মধ্যে ফিল্ম আর্কাইভ শাহবাগ বেতার ভবন থেকে আগারগাঁও নতুন ভবনে স্থানান্তরের কাজ শুরু হয়েছে।

দেশ- বিদেশের চলচ্চিত্র সংগ্রহ ও সংরক্ষণের জন্য ১৯৭৮ সালে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে চলচ্চিত্র সংগ্রহ, সংরক্ষণ, চলচ্চিত্র সংশ্লিষ্ট দ্রব্যাদি সংগ্রহের পাশাপাশি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স পরিচালনা করে। নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন দিবসে চলচ্চিত্র প্রদর্শনী করে থাকে।

২০০৫ সালে এ বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে কপিরাইট আইন পাস করা হয় এবং ২০১২ সালে এই আইনের সংশোধন করা হয়। যে কোনো নির্মাতা প্রতিষ্ঠানকে তার নির্মিত চলচ্চিত্রের একটি কপি বাধ্যতামূলকভাবে ফিল্ম আর্কাইভে জমা দিতে হবে। এ আইন অমান্য করলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও দুই বছরের জেল হওয়ার বিধান রয়েছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও ফিল্ম সেন্সর বোর্ড চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে জানিয়ে দেয়ার পর প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম ইনভেস্টিগেটর ফখরুল আলম দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন দ্রব্যাদি সংগ্রহ করে আসছেন। গত কয়েক মাসে ফিল্ম আর্কাইভে উল্লেখযোগ্য চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট দ্রব্যাদি সংগ্রহ করা হয়।

আলমগীর পিকচার্স প্রযোজিত পরিবেশিত ৩৫ মি.মি. ফরমেটে ৮৫টি চলচ্চিত্রের প্রিন্ট ও নেগেটিভ, ববিতা মুভিজ প্রযোজিত ৮টি ছবির প্রিন্ট ও নেগেটিভ, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত পরিবেশিত ১০৪টি ছবির ১৫২টি প্রিন্ট এবং ৩৭টি ছবির পিকচার ও সাউন্ড নেগেটিভ, ১৭টি ছবি ডিজিটাল ফরমেটে (হার্ডড্রাইভ) সংগ্রহ করা হয়। শামীম ফিল্মস থেকে ৪৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ডিজিটাল ফরমেটে সংগ্রহ করা হয়। মুন ফিল্মস অ্যান্ড মিডিয়ার মৃনাল কান্তি থেকে ৬২টি ছবির ৩৫ মি.মি. প্রিন্ট ও ৬টি ছবির সাউন্ড নেগেটিভ ও পিকচার নেগেটিভ সংগ্রহ করে সংরক্ষণ করা হয়। ফিল্ম আর্কাইভ উল্লিখিত ৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪১৩টি ছবি সংগ্রহ করেছে গত তিন মাসে।

এছাড়া বিভিন্ন ছবির পোস্টার, ফটোসেটসহ চলচ্চিত্রের বেশ কিছু দ্রব্যাদি সংগ্রহ করেছে। দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিন, কীত্তণখোলা, চন্দ্রকথা, গেরিলা, দূরত্ব, মেহের নিগার, কখনো মেঘ কখনো বৃষ্টি, আহা, কাবুলিওয়ালা, ঘানি, নিরন্তর, আমার বন্ধু রাশেদ, শঙ্খনাদ, আগুনের পরশমণি, অবুঝ বউ, গঙ্গাযাত্রা, ঘেটুপুত্র কমলা, মনের মানুষ, গহীনে শব্দ, দিপু নাম্বার টু, মৃত্তিকা মায়া, জালালের গল্প, অজ্ঞাতনামা, প্রিয়া তুমি সুখি হও, কৃষ্ণপক্ষ, চকোরী, স্মৃতিটুকু থাক, ঝড়ের পাখি, সাধারণ মেয়ের মতো উল্লেখযোগ্য ছবি রয়েছে এবারের সংগৃহীত ছবির মধ্যে।

সূত্র : মানবজমিন


মন্তব্য করুন