Select Page

৪২ হলে ‘অন্ধকার জগৎ’, একটিতে ‘হৃদয়ের রংধনু’ (হল তালিকা)

৪২ হলে ‘অন্ধকার জগৎ’, একটিতে ‘হৃদয়ের রংধনু’ (হল তালিকা)

শুক্রবার মুক্তি পাচ্ছে মাহি ও ডি এ তায়েব অভিনীত ‘অন্ধকার জগত : দ্য ডার্ক’ এবং রাজিবুল হোসেন পরিচালিত দেশের পর্যটন নিয়ে চলচ্চিত্র ‘হৃদয়ের রংধনু’।

‘অন্ধকার জগত : দ্য ডার্ক’ পরিচালনায় আছেন বদিউল আলম খোকন। নির্মাণের শুরুর দিকে এর নাম ছিল ‘কাঙাল’। পরে এটা পরিবর্তন করা হয়। এতে মাহি অভিনয় করছেন গোয়েন্দা পুলিশের চরিত্রে। ছবির গল্প আবর্তিত হয়েছে এর নায়ক ও প্রযোজক ডি এ তায়েবকে ঘিরে।

ছবিতেটি পেয়েছে ৪২টি হলে। যেসব হলে ছবিটি দেখতে পারবেন: বলাকা-ঢাকা, মধুমিতা-ঢাকা, চিত্রামহল-ঢাকা, জোনাকি-ঢাকা, আনন্দ-ঢাকা, সনি-ঢাকা, সৈনিক ক্লাব,পূরবী-ঢাকা, গীত-ঢাকা, এশিয়া-ঢাকা, পুনম- ঢাকা, বি.জি.বি-ঢাকা, বর্ষা-জয়দেবপুর, ছায়াবাণী-ময়মনসিংহ, হীরামন- নেত্রকোনা, আলমাস- চট্টগ্রাম, শাপলা-রংপুর, অভিরুচি-বরিশাল, সাগরিকা-চালা, সত্যবতী- শেরপুর, ঝংকার-পাঁচদোনা, পান্না- মোক্তারপুর, চলন্তিকা- গোপালদী, ছন্দা-পটিয়া, দর্শন- ভৈরব, চাঁদমহল-কাঁচপুর, রানীমহল- ডেমরা, চম্পাকলি-টঙ্গী, নিউ মেট্রো-নারায়ণগঞ্জ, নন্দিতা-সিলেট, চন্দ্রিমা-শ্রীপুর, নবীন-মানিকগঞ্জ, জিনজিরা-নিউ গুলশান, রূপকথা-পাবনা, মানসী-কিশোরগঞ্জ, সোনিয়া-বগুড়া, অনামিকা-পিরোজপুর, ছন্দ্র- কালীগঞ্জ, রাজু- ঈশ্বরদী, শাহীন-বল্লা বাজার, রংধনু-নজিপুর, উল্লাস- বীরগঞ্জ, নসিব- সাপাহার, মোহনা- কোনাবাড়ী, সোনালি- ঘোড়াঘাট, দিনান্ত- কেশরহাট, লাইটহাউস- পারুলিয়া, পূর্বাশা- শান্তাহার, মালঞ্চ-টাঙ্গাইল, রাজিয়া-নাগরপুর, মনিহার-যশোর,চন্দ্রিমা-সাভার।

বহুল আলোচিত চলচ্চিত্র ‘হৃদয়ের রংধনু’ দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকার পর গত ২৩ অক্টোবর ছাড়পত্র পায়। এতে দেশি-বিদেশি শিল্পীরা অভিনয় করেছেন। এদের মধ্যে আছেন মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ। সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্ষে।


মন্তব্য করুন