Select Page

সুখবর! ৫০টি প্রেক্ষাগৃহের জন্য ৫০ কোটি টাকা

সুখবর! ৫০টি প্রেক্ষাগৃহের জন্য ৫০ কোটি টাকা

দেশের ৫০টি প্রেক্ষাগৃহ আধুনিকায়নের জন্য উদ্যোগ নিয়েছে বিএফডিসি। মঙ্গলবার ‘সিনেমা হলে ডিজিটাল প্রদর্শন সিস্টেম প্রবর্তন’ শীর্ষক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সেখানে দেশের ৫০টি প্রেক্ষাগৃহ আধুনিকায়ন করতে ৫০ কোটি টাকার সম্ভাব্য বাজেট ধরা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন।

সারা দেশের প্রেক্ষাগৃহ আধুনিকায়নের এ প্রকল্পে চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমারকে সভাপতি এবং এফডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আইয়ুব আলীকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দীন নওশাদ, উপদেষ্টা মিয়া আলাউদ্দীন ও সাজেদ হোসেন।

এ বিষয়ে আমির হোসেন বলেন, ‘প্রেক্ষাগৃহ আধুনিকায়নের এ প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা এরই মধ্যে কয়েকটি সভা করেছি। সর্বশেষ সভায় বাজেট চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর যাচাই-বাছাই শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ২০১৮-১৯ অর্থবছরের জন্য এই বাজেট তৈরি করা হয়েছে।

৫০টি প্রেক্ষাগৃহ আধুনিকায়নের প্রকল্পে কী থাকছে? আইয়ুব আলী বলেন, ‘প্রেক্ষাগৃহগুলোয় সারাউন্ড সাউন্ড ও ডিসিআই প্রদর্শন প্রযুক্তি যুক্ত করা হবে। যাতে দর্শক ছবি দেখে আনন্দ পান। তবে প্রেক্ষাগৃহের অভ্যন্তরীণ সংস্কার মালিকদের করতে হবে। আর প্রেক্ষাগৃহ আধুনিকায়নের জন্য মালিকদের যে সহযোগিতা করা হবে, নির্দিষ্ট সময় পর তা সরকারকে পরিশোধ করে দিতে হবে।’

সূত্র : প্রথম আলো


মন্তব্য করুন