Select Page

৬ সেপ্টেম্বর চালু হচ্ছে ব্লকবাস্টার সিনেমাস

৬ সেপ্টেম্বর চালু হচ্ছে ব্লকবাস্টার সিনেমাস

32145অবশেষে দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হতে যাচ্ছে মাল্টিপ্রেক্স হল ব্লকবাস্টার সিনেমাস। আগামী ৬ সেপ্টেম্বর রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন যমুনা ফিউচার পার্কে এ মাল্টি-থিয়েটারের উদ্বোধন হবে বলে এর কর্তৃপক্ষ জানিয়েছে। এরমধ্যে পার্কটির ফেসবুক পাতায় কাউন্টডাউন শুরু হয়েছে।

এর আগে গত ঈদের দিন থেকে চালু হবে এমন খবরে অনেক দর্শক ছবি দেখতে গিয়ে ফিরে আসেন।

ব্লকবাস্টার কর্তৃপক্ষ জানিয়েছেন, আধুনিক বিশ্বের সঙ্গে তালমিলিয়ে বাংলাদেশের মানুষের বিনোদন ও প্রত্যাশা মেটানোর বিষয়কে প্রাধান্য দিয়েই এ মাল্টি-থিয়েটার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি দেশীয় চলচ্চিত্র শিল্পকে উৎসাহিত করা, সুস্থ মানের চলচ্চিত্র নির্মাণের ধারা ফিরিয়ে আনা এবং মানুষকে সিনেমা হলমুখী করার লক্ষ্যেও কাজ করে যাবে ব্লকবাস্টার সিনেমাস।

সর্বাধুনিক প্রযুক্তির ব্লকবাস্টার সিনেমার সাতটি হলে রয়েছে সাত ধরনের ইন্টেরিয়র ডিজাইন ও মনোমুগ্ধকর লবি। সর্বাধুনিক ডিজিটাল সাউন্ড সিস্টেম, সর্বশেষ প্রযুক্তির থ্র্রিডি সিনেমার আয়োজন, চিত্তাকর্ষক ও বিলাসবহুল কফি লাউঞ্জ, অতিথিদের আরামদায়ক বসার স্থান, বিলাসবহুল ভিআইপি লাউঞ্জ, অনলাইন টিকিটিংয়ের ব্যবস্থাসহ চিত্ত বিনোদনের সব আয়োজন রয়েছে এই মাল্টি-থিয়েটারে।
আগামী ৬ সেপ্টেম্বর রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন এ মাল্টি-থিয়েটারের উদ্বোধন হবে বলে এর কর্তৃপক্ষ জানান।


মন্তব্য করুন