Select Page

৭টি চলচ্চিত্র পেল সরকারি অনুদান

৭টি চলচ্চিত্র পেল সরকারি অনুদান

govment_sm_326055948২০১৩-২০১৪ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য ৭ জন নির্মাতাকে সরকারি অনুদান দেওয়া হচ্ছে।

চলচ্চিত্রগুলো হলো, সাজেদুল আওয়ালের ‘ছিটকিনি’, প্রসূন রহমানের ‘সুতপার ঠিকানা’, নাদের চৌধুরীর ‘নদী উপাখ্যান’ (কাহিনি ইমদাদুল হক মিলন), ড্যানি সিডাকের ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’ এবং রওশন আরা নীপার ‘মহুয়া মঙ্গল’৷

এছাড়া শিশুতোষ ছবি জানেসার ওসমানের ‘পঞ্চসঙ্গী’ (কাহিনি শওকত ওসমান) ও মুশফিকুর রহমান গুলজারের ‘লাল-সবুজের সুর’ (কাহিনি ফরিদুর রেজা সাগর)।

অনুদান হিসেবে প্রত্যেক নির্মাতাকে নগদ ৩৫ লাখ, পরিচালককে ৫০ হাজার, কাহিনিকারকে ৫০ হাজার টাকা দেয়া হবে। এছাড়া এফডিসি থেকে ১০ লাখ টাকা মূল্যের সেবাও গ্রহণ করতে পারবেন নির্মাতারা৷


মন্তব্য করুন