Select Page

৭৫ পেরিয়ে রাজ্জাক

৭৫ পেরিয়ে রাজ্জাক

জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক ৭৫ বছর পূর্ণ করে ৭৬-এ পা রাখছেন সোমবার। ১৯৪২ সালের এ দিনে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা মুভি ডেটাবেজের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা।

এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘দেখতে দেখতে আজ ৭৫ বছর পূর্ণ করে ৭৬-এ পা রাখছি। আল্লাহর রহমত এবং সবার দোয়ায় এখনো বেশ সুস্থ আছি। আমার স্ত্রী লক্ষী বিয়ের পর থেকে এখন পর্যন্ত অনেক ভালোবাসা নিয়ে সংসারকে আগলে রেখেছে। তার কাছে সত্যিই আমার অনেক ঋণ। আমার সন্তানরা মানুষের ;মতো মানুষ হয়েছে। বাবা হিসেবে এ আমার অনেক পরিতৃপ্তির বিষয়, গর্বেরও।’

তিনি জানান, জন্মদিন এলেই বাবা-মা’র কথা মনে পড়ে। রাজ্জাক বলেন, ‘দেখতে দেখতে আজ ৭৬-এ পা রাখছি। আল্লাহর রহমত এবং সবার দোয়ায় এখনও বেশ সুস্থ আছি। জন্মদিন এলেই বাবা-মাসহ পরিবারের সবার কথা খুব মনে পড়ে। বিশেষ করে বাবা-মা’র কথা। কারণ তাদের ঘরে জন্ম নিয়েছিলাম বলেই এমন বর্ণাঢ্য নায়ক জীবন হয়েছে আমার। এদিনে বিশেষ কোনো আয়োজন থাকে না। পরিবারের সদস্যদের সঙ্গেই কাটানোর চেষ্টা করি। উপভোগের বিষয়টি একেবারেই আপেক্ষিক। সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি, মহান আল্লাহর কাছে এটাই চাওয়া।’

নায়করাজের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে চ্যানেল আই দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘তারকা কথন’ প্রচার করবে। অনন্যা রুমা প্রযোজনায় ও দিলরুবা সাথীর উপস্থাপনায় নানা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ফোনেও অংশগ্রহণ করবেন রাজ্জাক।

১ বছরেরও বেশি সময় ধরে; শারীরিক অসুস্থতার কারণে চলচ্চিত্রে কাজ না করলেও নিজের ছোট ছেলে অভিনেতা ও নির্মাতা সম্রাটের নির্দেশনায় টুকটাক কাজ করছেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য নায়করাজ রাজ্জাক ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে চলচ্চিত্রে একমাত্র তিনিই জীবদ্দশায় প্রথম দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত হন। এদিকে ফরিদুর রেজা সাগরের উপন্যাস ‘চেনা মানুষ অচেনা মুখ’ উপন্যাস অবলম্বনে সম্রাট নির্মাণ করতে যাচ্ছেন ৯০ মিনিটের বিশেষ টেলিছবি ‘চেনা মানুষ অচেনা মুখ’। এরইমধ্যে রানা জাকারিয়া চিত্রনাট্যও তৈরি করেছেন। আসছে গ্রীষ্মকালে সম্রাট তার বাবাকে নিয়েই এই টেলিছবিটি নির্মাণ করবেন।

চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্জাক বলন, ‘বর্তমানে চলচ্চিত্রের অনেকেই দৈন্যদশা থেকে নিজেদের টেনে তোলার চেষ্টা করছেন। আমিও চাই নাজুক অবস্থার অবসান ঘটুক। চলচ্চিত্রের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই হারানো দিন ফিরিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি।’

ইত্তেফাক ও যুগান্তর অবলম্বনে


Leave a reply