Select Page

৭ এপ্রিল সত্তার মুক্তি

৭ এপ্রিল সত্তার মুক্তি

সত্তা’র মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন পরিচালক হাসিবুর রেজা কল্লোল। ৭ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

২০১৪ সালের ১৬ নভেম্বর এফডিসিতে সত্তার শুটিং শুরু হয়। শুরুতে পরিকল্পনা ছিল, ৩৫ দিনে পুরো সিনেমার কাজ শেষ করা হবে। কিন্তু নায়ক শাকিব খান ও নায়িকা পাওলি দামের শিডিউল জটিলতায় তা শেষ পর্যন্ত ঠেকে ৫৬ দিনে।

আড়াই বছরে ৫৬ দিন শুটিং করে ছবিটির কাজ যে শেষ করতে পারা গেছে, এতেই সন্তুষ্ট পরিচালক।

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত সত্তা ছবির সব কটি গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, মিলা, কনা, সুমী শবনম ও বাপ্পা মজুমদার।


মন্তব্য করুন