Select Page

৭ দিনব্যাপী সমকালীন দেশীয় চলচ্চিত্র উৎসব

৭ দিনব্যাপী সমকালীন দেশীয় চলচ্চিত্র উৎসব

1012166_10201270361941608_486869204_nবাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র যৌথ উদ্যোগে ৩ থেকে  ৯ জুলাই শুরু হচ্ছে ৭ দিনব্যাপী সমকালীন দেশীয় চলচ্চিত্র উৎসব।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উৎসব আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার বেলা ১১টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন, অধ্যাপক ফাহমিদুল হক এবং উৎসব শিল্পী সব্যসাচি হাজরা।

উৎসবে বাংলাদেশে নির্মিত ২০০২ থেকে ২০১২ পর্যন্ত প্রায় ৫৫০টি চলচ্চিত্রের মধ্য থেকে তিনজন জুরি কমিটির মাধ্যমে নির্বাচিত ২১টি চলচ্চিত্র দেখানো হবে।

সুত্র: মিডিয়া টাইমস ২৪.কম


মন্তব্য করুন