Select Page

৭ মার্চ মাহি-সোহমের শুটিং

৭ মার্চ মাহি-সোহমের শুটিং

অবশেষে আলোচিত ছবি ‘ময়না’য় মাহির নায়ক হিসেবে কলকাতার সোহম চুক্তিবদ্ধ হয়েছেন। গত সপ্তাহে কলকাতায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন এ নায়ক। ৭ মার্চ ছবির শুটিং শুরু হবে বলে প্রাথমিকভাবে ঠিক করেছেন পরিচালক অনন্য মামুন। এমনটা জানাচ্ছে যুগান্তর।

ছবির পুরো শুটিং ভারতের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হবে বলে পরিচালক সূত্রে জানা যায়। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান জানান, ‘আগামী রোজার ঈদকে টার্গেট করে ছবিটি নির্মিত হচ্ছে। এরই মধ্যে নির্মাণের সব প্রস্তুতিও সম্পন্ন করেছি। পরিচালকের সঙ্গে আলাপ করে নির্ধারিত সময় ছবির শুটিং শুরু করব।’

মাহির বিপরীতে সোহমকে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবির গল্প ময়নাকে ঘিরেই। আর ময়নার সঙ্গে মানানসই প্রাণোচ্ছল চরিত্রে অভিনয় করার মতো নায়ক হিসেবে সোহমকেই পারফেক্ট মনে হয়েছে। তাই তাকে নেয়া।’

প্রসঙ্গত, ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন মাহিয়া মাহি। এর আগে কলকাতার অন্য নায়কের বিপরীতে অভিনয় করলেও সোহমের বিপরীতে এবারই প্রথম অভিনয় করছেন মাহি।


মন্তব্য করুন