Select Page

৭ মাস পর অপু

৭ মাস পর অপু

Apu-Biswas

৫ জুন মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত ‘দুই পৃথিবী’। সর্বশেষ গত কোরবান ঈদে তার তিনটি ছবি মুক্তি পায়। সবগুলো ছিল শাকিব খানের সঙ্গে। ফিরছেনও শাকিবের সঙ্গে।

এফ আই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’ নির্মাণ হয়েছে স্বপ্নিল চলচ্চিত্রের প্রযোজনায়, মুক্তি পাচ্ছে সন্ধানী কথাচিত্রের ব্যানারে। অপু বিশ্বাসের সঙ্গে এ ছবিতে আরেকজন নায়িকা রয়েছেন। তিনি ছোট পর্দার উজ্জ্বল মুখ অহনা।

জুটি হিসেবে অপু এবং শাকিব খান ৬০টি ছবিতে অভিনয় করেছে। এর মধ্যে প্রায় সব ছবিই ব্যবসা সফল। ‘দুই পৃথিবী’ ছবিটিও সফল হবে বলে বিশ্বাস করে অপু বিশ্বাস।

অনেকদিন পরে মুক্তি পেতে যাচ্ছে অপুর চলচ্চিত্র। এ সমন্ধে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘কম সময়ে অনেক ছবি করেছি। ভাল ভাল প্রযোজক, পরিচালকের বড় বড় ছবিতে অভিনয় করেছি। দর্শকদের ভালবাসাও পেয়েছি। এখন কাজ করছি নিজের মনের মতো করে। ভাল গল্প, ভাল পরিচালক এগুলো বেশি করে গুরুত্ব দিচ্ছি। তা ছাড়া এখন তো বড় ছবি খুব একটা হচ্ছে না। যেগুলো হচ্ছে সেগুলোর প্রায় সব কয়টিতেই আমি আর শাকিব আছি। তাই ব্যস্ততা আর অবস্থান নিয়ে বাড়তি কোন টেনশন নেই আমার।’

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অপু বিশ্বাস বর্তমানে অভিনয় করছেন ‘লাভ ম্যারেজ’, ‘ভালবাসা ২০১৪’, ‘মাই ডার্লিং’সহ কয়েকটি ছবিতে। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’ ছবিতে।

 

 


Leave a reply