Select Page

৭ হলে টিভি তারকাদের ২ সিনেমা

৭ হলে টিভি তারকাদের ২ সিনেমা

# প্রচারণা ছাড়াই মুক্তি পেল টেলিভিশনের বড় তারকাদের দুই ছবি
# পেয়েছে মাত্র ৭ হল
# চলতি বছরে এ দুটিই শেষ ছবি

নির্বাচনের কারণে চলতি বছরের শেষ শুক্রবারে ঢালিউডে নতুন কোনো সিনেমার মুক্তি পাচ্ছে না। এর আগে ২১ ডিসেম্বর দুটি সিনেমা মুক্তি পেলেও পেয়েছে নামমাত্র ৭টি হল! এছাড়া ছবি দুটি নিয়ে ছিল না তেমন প্রচারণা।

বোঝা যায় সিনেমা দুটি নিয়ে হল মালিকদের তেমন আগ্রহ নেই। তবে গল্প-নির্মাণ ভালো হলে ও দর্শকদের ব্যাপক প্রশংসা পেলে পরে বাড়তেও পারে প্রেক্ষাগৃহ।

সিনেমা দুটির একটি হলো আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারি মম অভিনীত ‘স্বপ্নের ঘর’। পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

নতুন এক দম্পতি একটি বাড়িতে গিয়ে ওঠে। এরপর ঘটতে থাকা নানা ঘটনা। হরর ঘরানা ছবিটি পেয়েছে পাঁচ হল। পরিবেশক প্রতিষ্ঠান মা চলচ্চিত্রের কর্ণধার অশোক কুমার জানান, নির্বাচনের কারণে আজ (২১ ডিসেম্বর) মাত্র ৫টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে- স্টার সিনেপ্লেক্স, বিজিবি, সপ্তপদী, মানসী ও সাগরিকা।

দ্বিতীয় ছবি হলো শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘অর্পিতা’। ঢাকার একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গল্পকে কেন্দ্র করে এ ছবির কাহিনী সাজানো হয়েছে। ছবির মূল চরিত্র ‘অর্পিতা’র ভূমিকায় অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। পূজা চরিত্রে অভিনয় করছেন অর্ষা।

ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রদর্শিত হচ্ছে স্টার সিনেপ্লেক্স ও কেয়া হলে।


মন্তব্য করুন