Select Page

১০ প্রেক্ষাগৃহে ‘হডসনের বন্দুক’, ঢাকা-নারায়ণগঞ্জে ‘মেইড ইন চিটাগং’

১০ প্রেক্ষাগৃহে ‘হডসনের বন্দুক’, ঢাকা-নারায়ণগঞ্জে ‘মেইড ইন চিটাগং’

সরকারি অনুদান পাওয়ার ৯ বছর পর মুক্তি পেল ‘হডসনের বন্দুক’। সিনেমার ধরন ও বিলম্বে মুক্তি সত্ত্বেও প্রশান্ত অধিকারীর নির্মার্ণটি ১০টি প্রেক্ষাগৃহে পেয়েছে। এ ছাড়া দুই সপ্তাহ আগে চট্টগ্রামে মুক্তি পাওয়া ইমরাউল রাফাতের ‘মেইড ইন চিটাগং’ দর্শক চাহিদার কারণে এসেছে ঢাকা ও নারায়ণগঞ্জে।

হডসনের বন্দুক

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘হডসনের বন্দুক’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও মৌসুমী হামিদ। এছাড়াও আছেন মাজিদ শিখালিভ (রাশিয়া), এস এম মহসিন, কাজী উজ্জ্বল, অর্ণব অন্তু প্রমুখ।

প্রথম সপ্তাহে ছবিটি দেখা যাচ্ছে এই সব হলে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, মিলিটারি মিউজিয়াম, সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী স্কয়ার, লায়ন (জিঞ্জিরা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মধুবন সিনেপ্লেক্স, মম-ইন (বগুড়া) ও স্টার সিনেপ্লেক্স (চট্টগ্রাম)।

এদিকে ‘মেইড ইন চিটাগং’ গত ১৮ নভেম্বর ছবিটি চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা হলে মুক্তি পেয়েছিল। আজ থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) এবং নারায়ণগঞ্জের জয় সিনেমাসে দেখা যাবে পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ অভিনীত সিনেমাটি।


মন্তব্য করুন