Select Page

৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘দ্য বর্ডার’

৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘দ্য বর্ডার’

বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষদের জীবনযাত্রা ও চোরাচালান নিয়ে নির্মিত ‘দ্য বর্ডার’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ৯ সেপ্টেম্বর। খবরটি নিশ্চিত করেছে পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

সৈকত নাসির পরিচালিত ‘দ্য বর্ডার’ এর ট্রেলার ঈদুল আজহার (১০ জুলাই) দিন থেকে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শনী হচ্ছে।

তিনি বলেন, ঈদের দিন থেকে ‘দিন দ্য ডে’ শুরুর আগে ও বিরতির সময় ‘দ্য বর্ডার’-এর ট্রেলার প্রদর্শিত হচ্ছে।

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, ফারুক সুমন, অধরা খান, মৌমিতা মৌ, বিলাশ খান, আশীষ খন্দকার, শাহীন মৃধা, রাশেদ মামুন অপু প্রমুখ।

মাস খানেক আগে সৈকত নাসিরের ‘তালাশ’ মুক্তি পেয়ে প্রশংসিত হয়েছে। এ ছাড়া নির্মাতার মুক্তি প্রতীক্ষিত ছবির মধ্যে রয়েছে মাসুদ খান, ক্যাসিনো প্রভৃতি।


মন্তব্য করুন