Select Page

‌ঢাকা অ্যাটাক থেকে শুনুন ‘টিকাটুলির মোড়ে’ (ভিডিও)

‌ঢাকা অ্যাটাক থেকে শুনুন ‘টিকাটুলির মোড়ে’ (ভিডিও)

‘টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ারকন্ডিশন রয়েছে’ শিরোনামের গানটির অনেকেরই পরিচিতি। এবার ‘ঢাকা অ্যাটাক’ ছবির আইটেম গান হিসেবে প্রকাশিত হয়েছে ইউটিউবে। তবে লিরিক্যাল ভিডিও আকারে। যা আগ্রহ বাড়িয়ে দিয়েছে দর্শকদের।

‘ঢাকা অ্যাটাক’-এ মতিন চৌধুরীর গাওয়া জনপ্রিয় এ গানটি নতুন করে সুর ও সংগীত আয়োজন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে কথা। তবে নতুন গানটিতেও কণ্ঠ দিয়েছেন মতিন চৌধুরী। সুর শাহীন কামাল।

সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ।

গানটির সঙ্গে নাচতে দেখা যাবে মিমো ও সাঞ্জু জনকে। গানের কিছু অংশে দেখা যাবে মাহি, আরিফিন শুভ ও এবিএম সুমনকে।

গানটি সম্পর্কে গায়ক মতিন চৌধুরী ২০১৫ সালে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি ও আমার বন্ধু শাহীন কামাল মিলে গানটি বানাই ২০১০ এর দিকে। তখন সময় শাহভিশন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানটি প্রকাশ করে। এরপর অকল্পনীয় সাড়া পায় গানটি। গানটির কোনো ভিডিও প্রকাশিত হয়নি। প্রচারের জন্য কোনো বিজ্ঞাপনও দেওয়া হয়নি। আমার কোনো ছবিও প্রকাশ পায়নি সেই সময়। তাই আমাকে তেমন কেউ চেনেনও না। অ্যালবামটির নাম ছিল ‘জীবন হলো সিগারেটের ছাই’।”

বাংলাদেশের প্রথম পুলিশ অয়াকশন-থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ পরিচালনা করেছেন দীপংকর দীপন। পুলিশ কর্মকর্তা সানী ছানোয়ারের গল্পে ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ পরিবার, স্প্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে।

এদিকে দিন দুয়েক আগে প্রকাশ হয়েছে সিনেমাটির অন্য গান ‘চুপচাপ টুপটাপ’-এর প্রোমো।


মন্তব্য করুন