অংশ নিন তারেক মাসুদ চলচ্চিত্র প্রতিযোগিতায়
‘ন্যায়বিচার আমার অধিকার’ স্লোগান নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা স্মরণে তার জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এর আয়োজন করছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।
ন্যায়বিচার নিয়ে তরুণদের মাঝে সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যেই মূলত এই আয়োজন। চলচ্চিত্রের ভাষায় শৈল্পিক ভঙিতে নাগরিক অধিকার নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র কিংবা অ্যানিমেটেড ছবি জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। ২০১৪ সালের ১ জুলাইয়ের পর নির্মিত চলচ্চিত্র নিয়ে ১৬ থেকে ২৫ বছর বয়সী যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ছবি জমা দিতে হবে ১৫ নভেম্বর বিকেল তিনটার মধ্যে। নির্বাচিত সেরা ১০টি চলচ্চিত্র দেখানো হবে ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় তারেক মাসুদ চলচ্চিত্র উৎসবে।
সেরা নির্মাতাকে দেওয়া হবে তারেক মাসুদ তরুণ চলচ্চিত্র নির্মাতা পুরস্কার। পাশাপাশি দু’জন নির্মাতাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। এ ছাড়া প্রথম তিন বিজয়ী পাবেন পাঠশালা সিনেমা বিভাগের বৃত্তি। বিনামূল্যে সিনেমা বিষয়ক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ তো থাকছেই।
বিস্তারিত জানতে: http://www.tarequemasud.org/competition/।
২০১১ সালে ‘কাগজের ফুল’ ছবির দৃশ্যধারণের স্থান দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জ-আরিচা মহাসড়কে জোকা নামক জায়গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ। একই সঙ্গে প্রাণ হারান ছবিটির চিত্রগ্রাহক মিশুক মুনীর।
সূত্র : বাংলানিউজ