
ট্রেলার ও গানঃ চুপি চুপি প্রেম
শুক্রবার সারাদেশের প্রায় ৭৫টি হলে মুক্তি পেয়েছে সাইমন সাদিক, প্রিয়ন্তী পরী অভিনীত রোমান্টিক কমেডি চলচ্চিত্র চুপি চুপি প্রেম। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই চলচ্চিত্রের ট্রেলার এবং গান বিএমডিবি-র পাঠকদের জন্য উপস্থাপন করা হল।
ট্রেলারঃ চুপি চুপি প্রেম
গানঃ বাবুনি
শিল্পীঃ ইমরান
গানঃ চুপি চুপি প্রেম
শিল্পীঃ তিশমা, মাহমুদ সানী
গানঃ প্রাণ পাখি ময়না