Select Page

অনন্তের নতুন ছবি ‘দ্বীন- দ্য ডে’

অনন্তের নতুন ছবি ‘দ্বীন- দ্য ডে’

অনন্ত জলিলের নতুন ছবির নাম ‘দ্বীন-দ্য ডে’। সন্ত্রাস নয় শান্তির ধর্ম ইসলাম এমন মূলভাবনাকে উপজীব্য করে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ। মূল ভাবনায় আছেন অনন্ত ও মুফতি উসামা ইসলাম।

সিনেমাটির গল্প সম্পর্কে বাংলাদেশ প্রতিদিনকে অনন্ত বলেন, ‘আল্লাহতায়ালা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন সৃষ্টির সেরা জীব মানে আশরাফুল মাখলুকাত হিসেবে। আর ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কিন্তু পৃথিবীতে এখন ইসলাম আর মুসলমানকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একে বিনাশের ষড়যন্ত্রে মেতে উঠেছে কিছু অপশক্তি। আমার ছবির গল্পের মাধ্যমে আমি ইসলামের মূল স্বরূপ আবার বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই।’

আরো বলেন, ‘আমি বলতে চাই, ইসলাম ইজ নট সাপোর্ট টেরোরিজম। মানে ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না। ইসলাম ইজ পিস। বর্তমানে একটি অশুভ চক্র মুসলমানদের জঙ্গি বানিয়ে মুসলমানদের বিরুদ্ধেই তাদের ব্যবহারের অপতৎপরতায় লিপ্ত। আর এতে ইসলাম ধর্ম ও মুসলমানদের নিয়ে বিশ্বে ভাবমূর্তি সংকট দেখা দিয়েছে।’

অনন্তের ভাষ্যে, ‘মুসলমান আর মুসলিম দেশগুলোকে টেরোরিস্ট আখ্যা দিয়ে অত্যাচার নির্যাতন ক্রমেই বাড়ছে, এর সাম্প্রতিক উদাহরন হলো— সিরিয়ার মুসলমানদের ওপর বর্বরতা। এ বিষয়গুলোই এই ছবির গল্পে স্থান পাবে। ছবির মূল বাণী হলো— মুসলিম ইজ নট টেরোরিস্ট অ্যান্ড ইসলাম ইজ নট সাপোর্ট টেরোরিজম। ছবির শেষ দৃশ্যটি এমন হতে পারে— একজন ইসলামবিরোধী মারা যাচ্ছে শূন্য হাতে আর একজন সাচ্চা মুসলমান দ্বীন নিয়ে মৃত্যুবরণ করল।’

ছবিটি নির্মাণ করবেন বিদেশি একজন পরিচালক। মূলত অ্যাকশন ধাঁচের গল্পের। তাই চেন্নাইয়ের অ্যকশন ছবির একজন নির্মাতাকে এতে সংযুক্ত করা হচ্ছে।

নভেম্বর থেকে এ ছবির শুটিং শুরু হবে। বেশিরভাগ শুটিং হবে মরক্কো ও মধ্যপ্রাচ্যে।

বাংলাদেশের দুই বন্ধুর দুই ভিন্নপথে এগিয়ে যাওয়ার সূত্র ধরে এগুবে চলচ্চিত্রটির কাহিনি।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সিরিয়ায় আমেরিকা, যুক্তরাজ্য ও ফ্রান্সের হামলাসহ আইএস এর নামে নীরিহ মানুষ হত্যার বিষয়গুলো উঠে আসবে চলচ্চিত্রে।

অভিনয় করবে অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। ইরান ও মরক্কো থেকে ছবির একজন নায়িকা ও বেশকিছু অভিনয়শিল্পী নেয়া হবে বলে জানা গেছে।


Leave a reply