Select Page

অনন্ত জলিলকে মামলার হুঁশিয়ারি ‘দিন দ্য ডে’ নির্মাতার

অনন্ত জলিলকে মামলার হুঁশিয়ারি ‘দিন দ্য ডে’ নির্মাতার

 ‘দিন: দ্য ডে’ সিনেমার মূল অভিনেতা ও বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে মামলার হুঁশিয়ারি দিলেন পরিচালক ও ইরানি প্রযোজক মুর্তজা অতাশ জমজম

 আজ বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম পোস্টে অনন্ত জলিলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সামনে এনেছেন মুর্তজা। তার অভিযোগ, অনন্ত জলিল সিনেমার চুক্তি ও শর্ত ভঙ্গ করেছেন, সিনেমার প্রধান প্রযোজক হওয়া সত্ত্বেও অর্ধেক নির্মিত সিনেমা তার কাছ থেকে হাতিয়ে নিয়েছেন অনন্ত।

বাংলাদেশের জনগণের প্রতি সম্মান জানিয়ে বিষয়টির সুরাহার জন্য অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাতে তাঁর সাড়া মেলেনি বলে জানান ইরানি নির্মাতা। সে কারণেই তিনি বাংলাদেশি এ অভিনেতার বিরুদ্ধে ইরানের তেহরানে মামলার সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গে একজন আইনজীবী নিয়োগ করে বাংলাদেশের আদালতেও মামলা করবেন।

ইনস্টাগ্রাম পোস্টে মুর্তজা বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরির জন্য সিনেমাটি প্রযোজনার সিদ্ধান্ত নিই, যাতে নিজেদের সমৃদ্ধ সংস্কৃতি বিনিময়ের মধ্য দিয়ে নিজেদের আরও ভালোভাবে জানতে পারি।’

তবে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন অনন্ত জলিল। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘চুক্তিতে ছিল, বাংলাদেশ অংশের শুটিংয়ে ব্যয়ভার আমি সামলাব, বাকি দেশের খরচ ইরানি প্রযোজক দেবেন। মাত্র ২০ মিনিটের দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশে। চুক্তি অনুযায়ীই কাজ হয়েছে। সিনেমা মুক্তির পর তিনি কী লিখেছেন, আমি জানি না।’

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ২০১৮ সালে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছিল, তুরস্ক, আফগানিস্তান, ইরানে সিনেমার পাশাপাশি বাংলাদেশেও সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাসহ আরও অনেকে অভিনয় করেছেন।


মন্তব্য করুন