Select Page

অনুদানের চলচ্চিত্রে রাণী মুখার্জী

অনুদানের চলচ্চিত্রে রাণী মুখার্জী

c7336c5cf5888e4

নেকাব্বরের মহাপ্রয়াণ’ খ্যাত মাসুদ পথিক আবারো চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছেন। এবারের সিনেমার নাম ‘মায়া’। এতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে বলিউড সুপারস্টার রাণী মুখার্জীকে।

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ ও কামাল চৌধুরীর কবিতা ‘যুদ্ধশিশু’ অবলম্বনে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। একাত্তরের প্রেক্ষাপটে নির্মিত এ ছবির মূলগল্প গড়ে ওঠেছে কলকাতায় বেড়ে ওঠা এক নারীকে কেন্দ্র করে। এ চরিত্রের জন্য প্রাথমিকভাবে রানীর সঙ্গে কথা বলেছেন তিনি।

এ দিকে সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। নান্দনিক পোস্টারটি বেশ প্রশংসিত হয়েছে।

মাসুদ বাংলানিউজ২৪-কে জানান, রাণীকে না নিতে পারলে বিকল্প হিসেবে লকেট চট্টোপাধ্যায় অথবা স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথা ভাবা হচ্ছে। শিগগিরই তার কলকাতায় যাওয়ার কথা রযেছে।

Rani_sostika_loket_bg_644513092

তিনি আরো বলেন, ‘আমার গল্পের সঙ্গে রাণী মুখার্জিই সবচেয়ে বেশি মানানসই। যেভাবেই হোক তাকে নিয়ে কাজটি করতে চাইবো। যদি না হয় তাহলে লকেট বা স্বস্তিকাকে নেওয়ার ইচ্ছে আছে। তাদের বাইরে আপাতত যাচ্ছি না। চলতি বছরের নভেম্বরে এর কাজ শুরু করতে পারবো আশা আছে।’


Leave a reply