অনুদানে ‘যৈবতী কন্যার মন’
সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে নাট্যাশ্চর্য সেলিম আল দীনের নাটক ‘যৈবতী কন্যার মন’ অবলম্বনে চলচ্চিত্র। চলতি মাসের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করবেন নার্গিস আক্তার। বর্তমানে ছবিটির অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে।
এ প্রসঙ্গে নার্গিস আক্তার বলেন, ‘সেলিম আল দীনের লেখার ভক্ত। বিশেষ করে তার লেখা ‘যৈবতী কন্যার মন’ নাটকটি আমি একাধিকবার পাঠ করেছি। আমার দীর্ঘদিনের ইচ্ছা তার লেখা এ নাটক নিয়ে একটি চলচিত্র নির্মাণ করব। এবার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। তাছাড়া সরকারি অনুদানের ছবি বড় বাজেটে করার সুযোগ নেই। কিন্তু তারপরও এ ছবিতে দেশের ‘এ’ গ্রেডের তারকাদের অন্তর্ভুক্ত করার ইচ্ছা রয়েছে’।
উল্লেখ যে, এর আগে সেলিম আল দীনের নাটক অবলম্বনে নির্মিত হয়েছিল ‘কীর্তনখোলা’ চলচ্চিত্রটি।
সুত্র: যায় যায় দিন