Select Page

সত্তর দশকের গল্পে ‘অন্তরাত্মা’ শুরু

সত্তর দশকের গল্পে ‘অন্তরাত্মা’ শুরু

পাবনার রত্নদ্বীপ রিসোর্টে শুরু হলো শাকিব খানের নতুন সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং। পরিকল্পনা রয়েছে ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার।

চ্যানেল আই অনলাইন জানায়, শনিবার সকাল থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন অংশ নিয়েছেন জনপ্রিয় এ নায়ক। এর আগে শুক্রবার রাতে ওই রিসোর্টে জমকালো মহরত অনুষ্ঠিত হয়।

নাচ, গান কেক কেটে ‘অন্তরাত্মা’র শুভ মহরত করেন শাকিব খান। উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনেতা শাহেদ শরীফ খান, প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, পরিচালক ওয়াজেদ আলী সুমন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদসহ অনেকে।

শাকিব খান বলেন, ‘অন্তরাত্মা’র গল্প যখন শুনেছি তখন আমার ভিতরের অন্তর ও আত্মা সবকিছু ছুঁয়ে গেছে। এই সিনেমার নায়ক হিসেবে আমি কখন নিজেকে পর্দায় দেখবো সেই সময়ের জন্য নিজে খুবই এক্সাইটেড। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের বসবাসরত বাঙালীরাও সিনেমা দেখতে পাবেন। তাদেরও অন্তর-আত্মা সবকিছু ছুঁয়ে যাবে।

সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, শাকিব খান ও শাহেদ শরীফ আজ থেকে শুটিংয়ে অংশ নিচ্ছেন। ৮ মার্চ থেকে সিনেমার নায়িকা দর্শনা বণিক শুটিংয়ে যোগ দেবেন।

এদিকে ‘অন্তরাত্মা’র গল্প নিয়ে সম্প্রতি প্রথম আলোকে শাহেদ শরীফ বলেন, ছবির গল্পে সত্তরের দশকের চিত্র দেখানো হয়েছে। সেই সময়কার মানুষের জীবনযাপনের সঙ্গে এখন মিল নেই। সেই সময়ের সঙ্গে মিশে গিয়ে চরিত্রটি তুলে আনা অতটা সহজ হবে না।

ছবির বাকি শুটিং হবে নাটোরে।

অন্তরাত্মা প্রযোজনা করছে তরঙ্গ এএন্টারটেইনমেন্ট।


Leave a reply