‘অন্তর্জাল’-এর সঙ্গে লড়বে শাহরুখের ‘জাওয়ান’?
বাংলাদেশে বড় সিনেমার সঙ্গে ভারতীয় সিনেমা জুড়ে দেয়ার চল অতীতেও দেখা গেছে। এবার সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহে বড় ক্ল্যাশ দেখা দিতে চলেছে। ওই বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’। আর আগে থেকেই ঘোষিত আছে একই তারিখে মুক্তি পাবে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’।
ভারতে আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জাওয়ান’। আর আজ রোববার (২৭ আগস্ট) হিন্দি ছবি হিসেবে এটি বাংলাদেশে আমদানির জন্য অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ সারাবাংলাকে জানান, রোববার দুপুরে বিদেশি ছবি আমদানি-রফতানি সম্পর্কিত কমিটির বৈঠকে ‘জাওয়ান’ বাংলাদেশে আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের কমিটি মূলত কোন ছবি আমদানি করা যাবে কিংবা করা যাবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত দেয়। জাওয়ানের ক্ষেত্রেও আমরা তাই করেছি।’
কমিটির অন্য সদস্য চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘এ অনুমতির পরে আমদানিকারক এলসির মাধ্যমে ছবিটি আনবেন। এরপর অন্যান্য কাগজপত্রসহ সেন্সরের জন্য জমা দিবেন। তবে আমরা ভারতের সঙ্গে একই তারিখে ছবিটি বাংলাদেশে মুক্তির ব্যাপারে অনাপত্তি দিয়েছি।’
সাফটা চুক্তির আওয়তায় ‘জাওয়ান’ আমদানি করছে অনন্য মামুনের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। নিয়ম অনুযায়ী ‘জাওয়ান’-এর বিপরীতে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘নবাব এলএলবি’ ছবিটি।
ছবিটি ভারতে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। তবে উৎসব ব্যতীত বাংলাদেশে ছবি মুক্তি পায় শুক্রবারে। সে হিসেবে ৮ সেপ্টেম্বর থেকে ‘জাওয়ান’ বাংলাদেশে চলবে, এমনটাই জানিয়েছেন অনন্য মামুন।
‘জাওয়ান’ প্রযোজনা করেছেন গৌরি খান। পরিচালনা করেছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে, তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে।
অন্য দিকে গত ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ সময়ে এসে সরে যায় বহুল প্রতীক্ষিত দীপংকর দীপন পরিচালিত ছবি ‘অন্তর্জাল’। এর কিছুদিন ৮ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তির ঘোষণা দেন তিনি।
ওই সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা বলেন, বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল এবারের ঈদে আসবার কথা ছিল- সেই সাথে কথা ছিল একই সাথে অনেক গুলো দেশে মুক্তি পাবার। শেষ সপ্তাহে আমরা সেই জায়গা থেকে সরে আসি দুটি কারণে- ১. আমরা চেয়েছি সবগুলো সিনেমা ব্যবসা করুক ২. বাংলাদেশের সিনেমাহলের ব্যবসা ঈদ কেন্দ্রীক না হয়ে সারা বছরের হোক, নয়তো সিনেমা হল টিকে থাকতে পারবে না। বৃহত্তর স্বার্থ চিন্তা আমাদের পরিবেশক ও অন্যান্য পার্টনাররা ক্ষতি স্বীকার করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।
দীপন বলেন, সব দিক মাথায় রেখে আমরা অন্তর্জাল মুক্তির তারিখ চুড়ান্ত করেছি ৮ সেপ্টেম্বর।
এ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা সাহা মীম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।