‘অপারেশন অগ্নিপথের খবর জিজ্ঞেস করে লজ্জা দেবেন না’
শাকিব খানকে নিয়ে আশিকুর রহমান নির্মাণ করছেন স্পাই থ্রিলার ‘অপারেশন অগ্নিপথ’। বছরখানেক অস্ট্রেলিয়ায় সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর অগ্রগতির কোনো খবর নেই। এবার জানালেন সর্বশেষ পরিস্থিতি।
আশিকুর ফেসবুকে শনিবার রাতে লেখেন, ‘প্রায় ১০,০০০ কি.মি. পথ পাড়ি দিয়ে, প্রায় ১০০ কেজি প্রপস, এক দল আর্টিস্ট ও ক্রু আমরা সবাই ঢাকার দিকে আসছি। আমি আগেই এসে পৌঁছেছি। লক্ষ, শিগগিরই শুরু করব অগ্নিপথের বাংলাদেশ পার্ট শুটিং। প্রায়ই অনেকে জিজ্ঞেস করেন কবে শুরু হবে অগ্নিপথের শুটিং? আমি কোন উত্তর দেই না, দিতে পারি না বা দেয়া যায় না। এই নীরবতার উত্তর দেয়াটা বড্ড কঠিন। অগ্নিপথের ব্যাপারে এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আমরা আপ্রাণ চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব এই মুভির শুটিং শেষ করা যায়। তাই আপনাদের কাছে অনুরোধ বারবার “অগ্নিপথের কী খবর” এটা জিজ্ঞেস করে আমাদের লজ্জা দিবেন না। সময় হলে আমরাই সব জানাবো। আশা করি পরিস্থিতি বুঝার চেষ্টা করবেন এবং সব সময়ের মত ভালোবেসে আমাদের পাশে থাকবেন।“
তিনি আরো বলেন, ‘প্রফেশনাল ক্যারিয়ারে প্রথমবারের মত একটা শর্ট ফিল্ম বানাতে যাচ্ছি। যেটা সত্যিকার অর্থে দেখতে ফিল্মই হবে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান হতে কাজটি হবে। শর্ট ফিল্ম করার কারণ হচ্ছে, আমার নিজের মত করে একটা গল্প বলার আকুল ইচ্ছা। বাণিজ্যিক চলচ্চিত্রে অনেক রকম বাঁধা ধরা থাকে, বড় আর্টিস্ট, বড় বাজেট, মার্কেট ডিমান্ড, অনেক পিছুটান থাকে। এই শর্ট ফিল্মটায় সেরকম কিছু নেই। অনেক শখের একটা গল্প বলতে চাওয়ার ইচ্ছা শুধু। একদম আমি যেভাবে চাই ঠিক সেই ভাবে। নির্মাতা মনের সৃষ্টিশীলতার ক্ষুধা থেকে কাজটি করা।
অসাধারণ একটা গান করছে কলকাতার আকাশ সেন, রবিউল ইসলাম জীবনের কথায়। অভিনয়ে কিছুটা চমক থাকবে। স্ক্রিপ্ট লিখছে মোসাব্বের হোসেন মুয়ীদ, আর গল্পটা আমার। সাইকোলজিক্যাল থ্রিলার। টিপটপ রোমান্সের পাশে ভয়ঙ্কর এক সাইকোপ্যাথের গল্প। আশা করি ভালো লাগবে। এতো কথার মাঝে গল্পের নামটাই তো বলা হল না। গল্পের নাম হল “হৃদয়ের আয়না”।’