Select Page

অপারেশন সুন্দরবন, বর্ডারের শুটিং শেষের ঘোষণা

অপারেশন সুন্দরবন, বর্ডারের শুটিং শেষের ঘোষণা

একই দিনে এলো দুই সিনেমার শুটিং শেষের ঘোষণা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় অপারেশন সুন্দরবন ও বর্ডারের দুই পরিচালক শুটিং শেষে ঘোষণা দেন।

গত বছরের ২০ ডিসেম্বর সাতক্ষীরায় বুড়িগোয়ালিনীতে শুরু হয় ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং। ১০ মাস ২০ দিনের বেশি সময় পর মঙ্গলবার ভোরে মোংলার বানিয়াশান্তায় ক্লোজ হলো ক্যামেরা। মাঝে করোনার কারণে বাধাগ্রস্ত হয় দীপংকর দীপন পরিচালিত তারকাবহুল এ সিনেমা। দীর্ঘ স্ট্যাটাসে তুলে ধরেন বিষয়টি।

তিনি বলেন, “আজ ১০ নভেম্বর ভোরে মংলার কাছে বানিয়াশান্তায় শুটিং শেষ ঘোষণা হয় ‘অপারেশন সুন্দরবনের’। টিজার বা ট্রেইলার নিয়ে আসছি এই মাসেই। আগামী ৪-৫ মাসের মধ্যেই ছবিটা আনতে চাই আপনাদের সামনে।”

সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকিন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ। সামনের ২৬ মার্চ উপলক্ষে মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’।

অন্য দিকে সৈকত নাসির ফেইসবুকে এক লাইনে লেখেন, ‘বর্ডার’-এর ক্যামেরা বন্ধ হলো।

নিউ নরমাল পরিস্থিতিতে শুরু হয় সিনেমাটির শুটিং। ১৯দিন আউটডোরে টানা করেন সৈকত নাসির। তারপর একদিন ইনডোর শুটিং শেষে ক্যামেরা বন্ধ করলেন।

বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষদের জীবনযাত্রা ও ওই অঞ্চলের চোরাচালান নিয়ে নির্মিত হচ্ছে ‘বর্ডার’।

তিনি বলেন, সীমান্ত অঞ্চলে এমন কিছু ঘটনা যা দর্শকদের সামনে তুলে ধরেছি যা লুফে নেবে। কাজটি করার আগে বিভিন্ন লোকেশনে গিয়ে সীমান্তবর্তী এলাকায় গিয়েছি। বিভিন্ন কিছু স্টাডি করেছি।

ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য ‘বর্ডার’ ছবিতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, সাঞ্জ জন, অধরা খান, মৌমিতা মৌ, ফারুক সুমন প্রমুখ।


Leave a reply