অপির উপস্থাপনায় নিপুণ-পরী
প্রথমবার একসঙ্গে দেখা যাবে নিপুণ ও পরী মনিকে। তবে সিনেমার পর্দায় নয়, ঈদে ছোটপর্দায় দেখা যাবে তাদের। ‘আমাদের দুই নায়িকা’ শিরোনামের অনুষ্ঠানের আরেক চমক হলেন অপি করিম। তার সঞ্চালনায় কথা বলেছেন দুই নায়িকা।
ধারণকৃত এ অনুষ্ঠানে চলচ্চিত্রসহ নিজের নানা বিষয়ে কথা বলেছেন অতিথিরা। এ সময় দর্শকদের সঙ্গে শেয়ার করবেন ক্যারিয়ার ও অন্যান্য প্রসঙ্গও।
শাহীদ সম্পদের প্রযোজনায় ‘আমাদের দুই নায়িকা’ ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ৪০মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।