Select Page

অপির উপস্থাপনায় নিপুণ-পরী

অপির উপস্থাপনায় নিপুণ-পরী

500x350_0bd4a6d9ac1663f9679372d9123647ab_api_pori

প্রথমবার একসঙ্গে দেখা যাবে নিপুণ পরী মনিকে। তবে সিনেমার পর্দায় নয়, ঈদে ছোটপর্দায় দেখা যাবে তাদের। ‘আমাদের দুই নায়িকা’ শিরোনামের অনুষ্ঠানের আরেক চমক হলেন অপি করিম। তার সঞ্চালনায় কথা বলেছেন দুই নায়িকা।

ধারণকৃত এ অনুষ্ঠানে চলচ্চিত্রসহ নিজের নানা বিষয়ে কথা বলেছেন অতিথিরা। এ সময় দর্শকদের সঙ্গে শেয়ার করবেন ক্যারিয়ার ও অন্যান্য প্রসঙ্গও।

শাহীদ সম্পদের প্রযোজনায় ‘আমাদের দুই নায়িকা’ ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ৪০মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।


Leave a reply