অপুর জন্য শাকিবের সময় নেই
সোমবার কলকাতা থেকে দেশে ফিরেছেন শাকিব খান। সে সূত্রে জানা যায়, কলকাতার সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। তা নিয়েই প্রথম আলোর সঙ্গে কথা হয় এই অভিনেতার। সেখানে জানা যায়, আপাতত অপু বিশ্বাসের সঙ্গে অভিনয়ের সময় নেই তার!
অনেক দিন আড়ালে থাকার পর অপু বিশ্বাস ফিরেছেন। শিগগিরই আটকে থাকা ছবিগুলোর শিডিউল দেবেন। আপনি প্রস্তুত তো?— এমন প্রশ্নে শাকিব বলেন, ‘বললেই তো আর হবে না। ছবিগুলোতে আমার অংশের কাজ শেষ করতে দু-তিনবার করে শিডিউল দিয়েছি। দেখা গেছে, পরিচালকেরা প্রতিবারই দুই দিন আগে শুটিং বাতিল করেছেন। এখন হঠাৎ করে কেউ শিডিউল চাইলেই তো আর দেওয়া সম্ভব নয়। ঈদুল আজহা পর্যন্ত সময় দিয়ে ফেলেছি। সময় দেওয়া যায় কি না, সেটা ঈদের পরে দেখা যাবে।’
ভেঙ্কটেশের সঙ্গে সিনেমা প্রসঙ্গে বলেন, ‘হ্যাঁ, কাজ করব। বেশ কয়েক দফা মিটিং হয়েছে তাঁদের সঙ্গে। কথাবার্তাও চূড়ান্ত, তবে চুক্তি হয়নি এখনো। এখনই সবটা বলতে চাইছি না। তবে এটুকু বলি, ছবির পরিচালক রাজীব বিশ্বাস, মার্চ থেকে শুটিং। ছবিটি আগামী ঈদের।’
আরো জানান, নায়িকা হিসেবে কলকাতার এমন কেউ থাকবেন যার সঙ্গে অভিনয় করেননি।
এ বছরের ঈদুল ফিতরে ‘নবাব’, ‘অহংকার’ ও ‘রাজনীতি’ মুক্তি পাবে?— এমন প্রশ্নে শাকিব বলেন, ‘এগুলো তো ঈদের জন্য বানানো হয়নি। ঈদে মুক্তি পাবে কেন? ঈদের ছবি ঈদের মতো করেই বানানো হবে। যেমনটা হয়েছে শিকারি ও বসগিরি। ঈদের ছবি হিসেবে ছবি দুটি ব্যবসাও করেছে। ঈদের কথা মাথায় না রেখে ছবি বানিয়ে ঈদের সময় মুক্তি দিলে আমার কিছু করার নেই। এতে লোকসান হওয়ার আশঙ্কাই বেশি।’