অভিমান, জন্মদিন, নাচে-গানে চলচ্চিত্র দিবস
‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’ স্লোগানে সোমবার এফডিসিতে পালিত হয়েছে জাতীয় চলচ্চিত্র দিবস।
সকাল থেকেই চলচ্চিত্র অঙ্গনের তারকারা ভিড় করতে থাকেন এফডিসিতে। সাড়ে ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাক, সৈয়দ হাসান ইমাম, অঞ্জনা, অমিত হাসান, ওমর সানি এবং আরও চলচ্চিত্র কলাকুশলী। এরপর সবাই অংশ নেন শোভাযাত্রায়। এফডিসির অঙ্গনজুড়ে ছিল উৎসবের আমেজ। ছিল লালগালিচায় তারকাদের ঝলক। চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল। বিকেলে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র নিয়ে একটি সেমিনার। সন্ধ্যায় ছিল চলচ্চিত্র ও সংগীত তারকাদের পরিবেশনায় গান ও নাচ। এ ছাড়া দিনব্যাপী ছিল চলচ্চিত্র তারকাদের সাক্ষাৎকার, প্রকাশনা অনুষ্ঠান, বায়োস্কোপ প্রদর্শনী, বিভিন্ন সময়ের ক্যামেরার প্রদর্শনী ইত্যাদি।
এফডিসির আয়োজনে সকালে হালের তারকাদের অনুপস্থিত চোখে পড়ার মতো ছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন ও রাজ্জাক। কাঞ্চন আরো জানান, তাকে দাওয়াত দেওয়া হয়নি। তা সত্ত্বেও হাজির হয়ে যথাযথ সম্মান পাননি, তিনি আর আসবেন না।
৩ এপ্রিল ছিল আলমগীরের জন্মদিন। এফডিসিতেই বিকেলে কেক কাটেন তিনি।
বিকেলে রাজ্জাক উম্মুক্ত করেন বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’র পোস্টার। এছাড়া এফডিসি জুড়ে ছিল নানা সিনেমার বাহারি বিজ্ঞাপন।
শিল্পকলা একাডেমিতে ছিল নানা আয়োজন। একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী কবরী। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সৈয়দ সালাউদ্দিন জাকী। সভাপতিত্ব করেন মহাপরিচালক লিয়াকত আলী। আলোচনায় অংশ নেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মসিহ্উদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, অনুপম হায়াত, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্রের গান শোনান জনপ্রিয় শিল্পীরা।