Select Page

অরিন্দম শীলের ‘১৯শে এপ্রিল’ ছবিতে আরিফিন শুভ

অরিন্দম শীলের ‘১৯শে এপ্রিল’ ছবিতে আরিফিন শুভ

কলকাতায় নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। রঞ্জন ঘোষের ‘আহা রে…’ করার চার বছর পর টালিগঞ্জে করছেন অরিন্দম শীলের ‘১৯শে এপ্রিল’।

‘১৯শে এপ্রিল’ নামে আগেও কলকাতায় ছবি নির্মিত হয়েছে। ১৯৯৪ সালে এই নামের ছবি দিয়েই পরিচালক হিসেবে আবির্ভূত হয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ।

নতুন ‘১৯শে এপ্রিল’ নির্মিত হবে ১৯৭৬ সালে কলকাতায় ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে। শহরের অভিজাত পরিবারের গৃহবধূ সুরূপা গুহর রহস্যজনক মৃত্যু নিয়ে তৈরি হবে ছবিটি। শ্বশুরবাড়ির কেউ তাঁকে হত্যা করেছে নাকি সে আত্মহত্যা করেছে—তা নিয়ে জলঘোলা হয়। কেউ আঁচ করতে পারেনি শিক্ষিত শ্বশুরবাড়িতে কিভাবে নির্যাতিত হতে পারে পুত্রবধূ। সুরূপা গুহর মৃত্যুর পর তাঁর শ্বশুড়বাড়ির সদস্যরা কিছুদিন জেল খাটলেও পরে রাজনৈতিক প্রভাবে ছাড়া পেয়ে যায়।

ঘটনাটি ১৯ এপ্রিল ঘটেছিল, পাঁচ বছর ধরে চলে মামলা। গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা চক্রবর্তী। সুরূপার স্বামী ইন্দ্রনাথ গুহর চরিত্রে আরিফিন শুভ।

ইন্দ্রনাথ গুহ পড়াশোনা করেছে অক্সফোর্ডে, কলকাতার নামি কলেজের প্রফেসর। কলেজে ভীষণ জনপ্রিয়। তবু স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল না। ছবিতে শুভর চরিত্রের নাম রাখা হয়েছে ইন্দ্রাশীষ ঘোষ। ইন্দ্রনাথ গুহর বাবা পশ্চিমবঙ্গের বিখ্যাত শিশুসাহিত্যিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ সতীনাথ গুহ, চরিত্রটি করছেন অরুণ বন্দ্যোপাধ্যয়। ঘটনার সঙ্গে কলকাতার এক জনপ্রিয় নায়িকার নামও জুড়ে গিয়েছিল, সেই চরিত্রটি করছেন অরুণিমা ঘোষ। এ মাসের শেষ সপ্তাহে শুরু হবে ছবির শুটিং।

২০১৮ সালেই অরিন্দম শীলের ছবিতে অভিনয় করার কথা ছিল শুভর। ঢাকায় রীতিমতো সংবাদ সম্মেলন করে যৌথ প্রযোজনায় ‘বালিঘর’ ছবির ঘোষণা দেয়া হয়। নানা জটিলতায় ছবিটি হয়নি। পাঁচ বছর পর সেই পরিচালকের ছবি দিয়েই টালিউডে ফিরছেন ‘মিশন এক্সট্রিম’ অভিনেতা।

এদিকে চলতি বছরে দেশে বোশ কিছু ছবি মুক্তির কথা থাকলেও প্রথম ছয় মাসে ওয়েব ফিল্ম ‘উনিশ-বিশ’ ছাড়া আর কোনো ছবির আপডেট নেই।


Leave a reply