অরুণা বিশ্বাস: প্রথম ছবি সুপারহিট হওয়ার পরও শুনেছি আমি দেখতে ভালো না
মধ্য আশি থেকে নব্বই দশকের সিনেমায় পরিচিত মুখ অরুণা বিশ্বাস। অর্ধশত সিনেমায় নায়িকা বা পার্শ্বনায়িকা হিসেবে পাওয়া গেছে তাকে। তার অভিষেক নায়করাজ রাজ্জাক পরিচালিত সাহিত্যধর্মী চলচ্চিত্র ‘চাঁপা ডাঙ্গার বউ’-এর মাধ্যমে।
অনেকেই বলে থাকেন, প্রতিভা অনুযায়ী চরিত্র বা চলচ্চিত্র পাননি অরুণা বিশ্বাস। এমনকি প্রথম সিনেমা সুপারহিট হলেও অনেকেই বলেছেন তিনি নাকি দেখতে সুন্দর না।
সম্প্রতি দেশ রূপান্তর পত্রিকায় দীর্ঘ সাক্ষাৎকার দেন তিনি। সেখানে সিনেমার স্ট্রাগল নিয়েও কথা বলেন যাত্রাসম্রাট অমলেন্দু বিশ্বাসের মেয়ে।
অরুণা বিশ্বাস বলেন, ‘আমি এক যুগের মতো নায়িকার চরিত্রে অভিনয় করেছি। আমার ক্যারিয়ারে কোনো ফ্লপ ছবি নেই। তারপরও কেন যেন সেভাবে আমাকে নিয়ে তখনকার সাংবাদিকরা লেখেননি। অন্য নায়িকাদের যেভাবে তারা প্রমোশন করতেন আমাকে তারা কখনোই করেননি। অন্য নায়িকাদের নিয়ে যেমন লিখতেন উনি এক নম্বর নায়িকা, উনি দুই নম্বর বা উনি অভিনয় করে ফাটিয়ে দিয়েছেন, এসব আমাকে নিয়ে লেখা হতো না। কেন হয়নি, সেগুলো এখন আর বলতে চাই না। কারণ আমি কারও বদনাম করতে বসিনি। শুধু এই বিষয়টিই নয়, ক্যারিয়ারের প্রথম ছবি ‘চাপা ডাঙ্গার বউ’ সুপারহিট হওয়ার পরও চলচ্চিত্রের মানুষের কাছে শুনেছি আমার নাকি গ্ল্যামার নেই, দেখতে ভালো না।’
তিনি আরো বলেন, “আমাকে নাকি শুধু আর্ট ফিল্মেই মানাবে, বাণিজ্যিক ঘরানার নায়িকার চরিত্র করতে পারব না। এ জন্য আমাকে অনেকেই গ্ল্যামারাস চরিত্রে সুযোগ দিতেন না। কিন্তু প্রখ্যাত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান অরুণা বিশ্বাসের অন্য একটি দিকও আছে, সেটি আবিষ্কার করেছিলেন। এবং তার হাত ধরেই আমি প্রথম গ্ল্যামারাস রোলে অভিনয় করি। সেখানে নিজেকে প্রমাণ করার পরই আমাকে অন্যরা এ ধরনের চরিত্রে প্রস্তুাব দেওয়া শুরু করেন। একটা সময় ক্যামেরাম্যানরা আমাকে ‘ক্যামেরা কন্যা’ নাম দিয়েছিলেন। ক্যামেরার সামনে এলেই আমার পারসোনা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ পরিচালকরা আমাকে কাস্টিং করেছেন তাদের প্রয়োজনেই। সবচেয়ে বিরক্ত লাগে যখন দেখি অনেকে পুরনো সময়ের কথাগুলো বলতে গেলে মিথ্যা বলে। কিন্তু আমি তো নিজের কথাই নিজে বলছি। এখনো সে সময়ের অনেক নির্মাতা বেঁচে আছেন। তাদের কাছে বিষয়গুলো জানতে চাইলে সত্যতা পাওয়া যাবে।”
এদিকে চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। অভিনয় করেছেন অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদ’সহ অনেকেই।