ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন ফিল্ম উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আজ সোমবার থেকে থেকে শুরু হয়েছে অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘মাইক্রোসফট অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭’ শিরোনামে চারদিনের এই উৎসবে ১৫টি অ্যানিমেটেড চলচ্চিত্র দেখানো হবে। প্রতিটি ছবির জন্য প্রবেশমূল্য ৩০ টাকা।
অ্যানিমেশন চলচ্চিত্রকে সব বয়সী দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলতে এবং তরুণ নির্মাতাদের অ্যানিমেশন ছবি বানাতে উৎসাহিত করার জন্য এই উৎসব আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে উৎসব উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঞ্চালক আ আ ম স আরেফিন সিদ্দিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী শিশির ভট্টাচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভুঁইয়া এবং মাইক্রোসফট বাংলাদেশের পরিচালন কর্মকর্তা সোনিয়া বশির কবির।
উৎসবের উদ্বোধনী অধিবেশন শেষে সকাল ১১টায় ‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। এছাড়া বেলা ১টা ৩০ মিনিটে ‘ওয়াল-ই’, বিকেল সাড়ে ৪টায় ‘ইনসাইড আউট’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ‘কর্পস বার্ড’ প্রদর্শিত হবে।
২১ মার্চ ২০১৭ মঙ্গলবার সকাল ১১টায় ‘এপ্রিল অ্যান্ড দ্য এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ল্ড’, বেলা ১টা ৩০ মিনিটে ‘ম্যারি অ্যান্ড ম্যাক্স’, বিকেল সাড়ে ৪টায় ‘সং অব দ্য সি’ ও সন্ধ্যা সাড়ে ৬টায় ‘মোয়ানা’ প্রদর্শন করা হবে।
২২ মার্চ ২০১৭ বুধবার সকাল ১১টায় ‘ডেসপিকেবল মি’, বেলা ১টা ৩০ মিনিটে ‘মেগামাইন্ড’, বিকেল সাড়ে ৪টায় ‘ক্যাসল ইন দ্য স্কাই’ ও সন্ধ্যা সাড়ে ৬টায় ‘কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস’ এবং ২৩ মার্চ ২০১৭ বৃহস্পতিবার সকাল ১১টায় কয়েকটি বাংলা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, বেলা ১টা ৩০ মিনিটে ‘ক্লাউডি উইথ এ চান্স অব মিটবলস’, বিকেল সাড়ে ৪টায় ‘ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স’ ও সন্ধ্যা য়াসাড়ে ৬টায় ‘জুটোপিয়া’ প্রদর্শন করা হবে।
উৎসব উপলক্ষে ২৯ মার্চ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে হবে আলোচনা অনুষ্ঠান। আলোচনার বিসয় ‘প্রসপেক্টস অব অ্যানিমেশন ইন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি’।