![ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ৯-৬ বছর আগের দুনিয়া ও ডেঞ্জার জোন](https://i0.wp.com/bmdb.co/wp-content/uploads/2024/12/duniya_dangar_zone_bmdb_image.jpg?resize=150%2C150&ssl=1)
আইসল্যান্ডে প্রথমবার ঢালিউডের শুটিং
চলতি মাসের শেষদিকে আইসল্যান্ডে যাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলি’ টিম। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন ববি।
এর মাধ্যমে আইসল্যান্ডে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমার শুটিং হতে যাচ্ছে।
আইসল্যান্ডে সুনিধি চৌহানের কণ্ঠ দেওয়া একটি গানের দৃশ্যায়নে অংশ নেবেন ববি।
‘বিজলি’র সব কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
মুম্বাইয়ের একটি স্টুডিওতে সম্প্রতি সুনিধির গাওয়া গানটি রেকর্ড করা হয়। গানের কথা লিখেছেন ভারতের রবি বাসনেত। সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের আহম্মেদ হুমায়ুন।
‘বিজলি’তে ববির বিপরীতে অভিনয় করছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর।
এর আগে বিদেশি সুপারহিরোর কাহিনীতে সিনেমা হলেও এই প্রথম দেশীয় সুপারহিরোইন নিয়ে নির্মিত হচ্ছে ঢালিউডে। ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডের নানা লোকেশনে কল্পবিজ্ঞানধর্মী ‘বিজলি’র শুটিং হয়েছে।