Select Page

আগস্টে শেষ হবে চার ছবি

আগস্টে শেষ হবে চার ছবি

anisur-rahman-milon

টেলিভিশনে ভার্সেটাইল অভিনেতা হিসেবে নাম করলেও সিনেমায় তেমন সুবিধা করতে পারেননি আনিসুর রহমান মিলন। একে তো বয়সজনিত জটিলতা, এর উপর সিনেমার প্রথাগত গল্পের সঙ্গে তার বৈসাদৃশ্য। সবমিলিয়ে জমাতে পারেননি সিনেপর্দার ক্যারিয়ার।

তারপরও শিল্পী সংকট ও লেগে থাকার সুফল পাচ্ছেন মিলন। হাতে রয়েছে বেশকিছু ছবি। যার মধ্যে চলতি মাসেই একসঙ্গে চারটি ছবির দৃশ্যায়ন শেষ হব। ছবিগুলো হলো হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’, বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’, সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ ও শাহ আলম মণ্ডলের ‘সাদাকালো প্রেম’।

এর মধ্যে কোনোটার ডাবিং, কোনোটার শুটিং বাদ রয়েছে। মিলন বললেন, প্রতিটি ছবির জন্য এক থেকে দুদিন কাজ করলেই শেষ হয়ে যাবে।

এদিকে মুক্তির জন্য প্রস্তুত রয়েছে ‘এক রাস্তা’। আর শুটিংয়ের মাঝপথে আছে ‘নাইওর’।


মন্তব্য করুন