আবারো সোহান-মৌসুমী
সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে এসেছেন মৌসুমী। ওস্তাদ সোহানের সাথে অনেক কাজ করেছেন মৌসুমী। মাঝে ছয় বছর দুজনকে এক সাথে কাজ করতে দেখা যায় না। বিরতির অবসান ঘটিয়ে সোহানের ছবিতে চুক্তিবদ্ধ হলেন মৌসুমী।
ছবির নাম ‘ভাল লাগার চেয়েও একটু বেশি’। মৌসুমীর সঙ্গে এ ছবিতে আরও অভিনয় করবেন ওমর সানি এবং সোহানের নতুন আবিষ্কার মাসুকা, টিংকি, শ্রাবণ খান ও আব্বাস খান। ছবির কাহিনী চিত্রনাট্য রচনা করছেন ছটকু আহমেদ।
শুরুতে এই ছবিতে মৌসুমীর কাজ করার কথা ছিলো না। পরবর্তীতে কাহিনিতে পরিবর্তন এনে মৌসুমী ও ওমরসানিকে নেয়া হয়েছে।
মৌসুমী বলেন, দীর্ঘদিন পর ওস্তাদের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। বেশি আনন্দিত আমার সঙ্গে ওমর সানি থাকছে বলে। তার ওপর আবার একঝাঁক নতুন মুখ। সুন্দর গল্প। সব মিলিয়েই একটি ভাল ছবি উপহার দেয়ার প্রচেষ্টা আমাদের থাকবে। পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, গল্পের প্রয়োজনেই মৌসুমীকে নেয়া। গল্পটা যেভাবে দাঁড়িয়েছে তাতে করে এ মুহূর্তে প্রধান চরিত্রের জন্য মৌসুমীর কোন বিকল্প নেই।
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে মৌসুমীর চলচ্চিত্রে আগমন। প্রথম ছবিতেই বাজিমাৎ। চলচ্চিত্রের চেহারা পাল্টে যায় মৌসুমী ও সালমানের কল্যাণে। এরপর মৌসুমী সোহানুর রহমান সোহান পরিচালিত ‘স্বজন’, ‘আমার প্রতিজ্ঞা’, ‘সত্যের বিজয়’, ‘স্বামী ছিনতাই’ এবং ‘বৃষ্টিভেজা আকাশ’ ছবিতে অভিনয় করেন। সোহান পরিচালিত ‘বৃষ্টিভেজা আকাশ’ ছবিটি ২০০৭ সালের ২রা মার্চ মুক্তি পেয়েছিল।
সূত্র: মানবজমিন